• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ডেন্টাল ভর্তিতে প্রথম রাজশাহীর অর্থী

প্রকাশ: রবিবার, ৭ মে, ২০২৩ ১১:৪৫

ডেন্টাল ভর্তিতে প্রথম রাজশাহীর অর্থী

স্টাফ রিপোর্টার: সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় এ বছর দেশে প্রথম হয়েছেন রাজশাহীর অর্থী ঘোষ। শনিবার সন্ধ্যায় ডেন্টাল কলেজে ভর্তির ফল প্রকাশ হয়। এর আগে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় ১১৬তম স্থান অর্জন করেন অর্থী। এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। পড়বেন সেখানেই।

জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করা এই মেধাবী শিক্ষার্থীর বাড়ি রাজশাহী মহানগরীর দড়িখড়বোনা এলাকায়। বাবা সুশীল কুমার ঘোষ একজন ব্যাংক কর্মকর্তা। মা আতসী সাহা গৃহিণী। কৃতিত্বের সাথে ২০২২ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন অর্থী ঘোষ। এর আগে ২০২০ সালে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে তাঁর ফল ছিল জিপিএ-৫।

আরও পড়ুনঃ  উত্তরায় চীনা নাগরিককে হত্যা করে পালায় অপর দুই চীনা : সিসিটিভি ফুটেজ

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের পর ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। তবে নিজের অবস্থান জানতে অর্থী পরীক্ষা দিয়েছিলেন ডেন্টালেও। ডেন্টাল ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ৭৫। জিপিএসহ অর্থীর মোট প্রাপ্ত নম্বর ২৮৮ দশমিক ৭৫। এ স্কোর নিয়ে জাতীয় মেধা তালিকায় প্রথম হয়েছেন অর্থী। তবে তিনি ডেন্টালে ভর্তি হবেন না বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ  শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

যোগাযোগ করা হলে অর্থী ঘোষ বলেন, ‘আমি ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। এখানেই এমবিবিএস পড়ব। এমবিবিএস পড়ে আমি যে কোন বিষয়েরই চিকিৎসক হতে পারব। হতে পারব বিশেষজ্ঞ চিকিৎসকও। আর ডেন্টাল পড়লে শুধু ডেন্টিস্ট হওয়া যাবে। সে কারণে আমি ডেন্টালে ভর্তি হবো না।’ এমবিবিএস কোর্সে ভর্তি হয়েও কেন ডেন্টালে পরীক্ষা দিলেন জানতে চাইলে অর্থী বলেন, ‘নিজের মেধার অবস্থানটা দেখতে চাচ্ছিলাম। পরীক্ষা দেওয়া তো খারাপ না। যে ফলাফল এসেছে তাতে আমি খুশি।’

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675