• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাংলাদেশের কাবাডি টেস্টের প্রতিপক্ষ পরিবর্তন

প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:২৪

বাংলাদেশের কাবাডি টেস্টের প্রতিপক্ষ পরিবর্তন

অনলাইন ডেস্ক : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটি হোমে টেস্ট সিরিজ আয়োজন করছে। পাঁচটি ম্যাচ খেলতে নেপাল ২০ ফেব্রুয়ারী বাংলাদেশে আসবে। ২৮ ফেব্রুয়ারী ঢাকা ত্যাগ করবে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল। শ্রীলঙ্কা কাবাডি ফেডারেশন ফেব্রুয়ারিতে খেলতে অপারগতা প্রকাশ করায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন নেপালের সঙ্গে যোগাযোগ করে। নেপাল ফেব্রুয়ারিতেই আসতে রাজি হয়েছে।

আরও পড়ুনঃ  ‘জোড়াতালির' অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘শ্রীলঙ্কা কাবাডি ফেডারেশনের অধিকাংশ খেলোয়াড় সার্ভিসেস সংস্থার। এই সময়ে তাদের আসা খানিকটা কষ্টকর হওয়ায় তারা এপ্রিলে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। নেপাল পুরুষ দল ঢাকায় আসছে ফেব্রুয়ারিতে আর আমাদের নারী দলকে নেপালে গিয়ে খেলার আমন্ত্রণ জানিয়েছে।’

আরও পড়ুনঃ  অক্ষরের হ্যাটট্রিক মিস, তবুও ৩৫ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের

কাবাডি স্টেডিয়ামে রাষ্ট্রীয় কাজে বাংলাদেশ সেনাবাহিনী অবস্থান করছে। তাই নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ পল্টন ময়দানে আয়োজন করবে ফেডারেশন। আগামীকাল থেকে পল্টন ময়দান কাবাডি কোর্ট স্থাপন ও প্রয়োজনীয় সজ্জার কাজ শুরু হবে।

আরও পড়ুনঃ  ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নেপালের মহিলা কাবাডি দল ২০২৩ সালে এশিয়ান গেমসে চীনের হাংজুতে ব্রোঞ্জ পদক জয়লাভ করে ৷ বাংলাদেশ গত দুই এশিয়ান গেমসে নারী ও পুরুষ কোনো ইভেন্টেই পদক অর্জন করতে পারেনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675