• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মাঝপথে হঠাৎ বন্ধ হয়ে গেল ভারত-ইংল্যান্ড ম্যাচ

প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৫৫

মাঝপথে হঠাৎ বন্ধ হয়ে গেল ভারত-ইংল্যান্ড ম্যাচ

অনলাইন ডেস্ক : আলোকস্বল্পতার কারণে আচমকা বন্ধ হয়ে গেছে ভারত-ইংল্যান্ড ম্যাচ। কটকের বরাবাটি স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। যে কারণে ম্যাচ সাময়িক বন্ধ রাখা হয়েছে।

ইংল্যান্ডের ৩০৫ রানের লক্ষ্য তাড়া করছে ভারত। খেলা বন্ধ হওয়ার আগে ৬ দশমিক ১ ওভারে কোনো উইকেট না হারিয়েই স্বাগতিকদের সংগ্রহ ৪৮ রান। ব্যাট করছেন রোহিত শর্মা ও শুভমান গিল।

তিন ম্যাচ সিরিজে প্রথমটিতে জিতে এগিয়ে থাকা ভারতের লক্ষ্য আজই সিরিজ নিশ্চিত করা। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। এমন ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩০৪ রান তুলেছিল ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস জো রুটের। ৭২ বলে ৬৯ রান করেছেন তিনি। এ ছাড়া ৫৬ বলে ৬৫ রান করেছেন বেন ডাকেট।

আরও পড়ুনঃ  বাংলাদেশের বিপক্ষে ‘ডাবল সেঞ্চুরি’ ছুঁয়ে যা বললেন শামি

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছে ভারতও। ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। আজ চেনা ছন্দে হিটম্যান। খেলা বন্ধ হওয়ার আগে ১৮ বলে তার ব্যাট থেকে এসেছে ২৯ রান। ছক্কার মার আছে তিনটি। অন্যদিকে ১৯ বলে ১৭ রানে ব্যাট করে টিকে আছেন গিল।

আরও পড়ুনঃ  জাকেরের ক্যাচ ছেড়ে রোহিতের রেকর্ড, অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া

কিন্তু তাল কাটল ষষ্ঠ ওভারে। বল করছিলেন ইংলিশ পেসার সাকিব মাহমুদ। আচমকাই একটি ফ্লাডলাইটের আলো নিভে যায়। কিছুক্ষণ অপেক্ষার পর যদিও তা জ্বলে ওঠে। কিন্তু ফের তা নিভে যায়। স্বাভাবিকভাবেই বিরক্ত হন রোহিত। আম্পায়ারদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। সেই আলোচনায় যোগ দেন সাকিব ও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারও। কিছুক্ষণ পর সবাই ড্রেসিংরুমে ফিরে যান।

আরও পড়ুনঃ  মর্যাদার একুশে পদক গ্রহণ করলেন সাফজয়ী সাবিনারা

শেষ খবর পাওয়া পর্যন্ত মিনিট বিশেক আলো বিভ্রাটে খেলা বন্ধ ছিল। আবারও খেলা শুরু হয়েছে।

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675