সুহানা অতীত, রাজেশ খান্নার নাতনিকে মন দিলেন অমিতাভের নাতি

সুহানা অতীত, রাজেশ খান্নার নাতনিকে মন দিলেন অমিতাভের নাতি

অনলাইন ডেস্ক : ২০০১ সালে টুইঙ্কেল খান্নার সঙ্গে গাটছড়া বেঁধেছেন অক্ষয় কুমার। বিয়ের কয়েক বছর পর থেকেই বি-টাউন থেকে সরে যান টুইঙ্কেল। মা ডিম্পল ও বাবা রাজেশের মতো বলিউডে অতটাও জনপ্রিয় হয়ে উঠতে পারেননি টুইঙ্কেল খান্নার বোন রিঙ্কি খান্না।

দিদি টুইঙ্কেলের মতো বি-টাউনে ক্যারিয়ার গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। তারপরই বলিউডকে বিদায় জানিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বিদেশে সংসার পাতেন। ২০০৩ সালে সমীর শরণের সঙ্গে গাটছড়া বাঁধেন এবং তাদের একটি কন্যাসন্তানও রয়েছে, নাম নওমিকা সরণ।

আরও পড়ুনঃ  পূর্ণিমাকে দেখে আফসোস নেটিজেনদের!

নওমিকাকে মাঝেমধ্যেই দেখা যায় দিদিমা ডিম্পলের সঙ্গে। সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতিও পেয়েছেন তিনি। সম্প্রতি, তাকে দেখা যায় সদ্য মুক্তি পাওয়া ‘স্কাই ফোর্স’-এর প্রিমিয়ারে।

ডিম্পল কাপাডিয়ার সঙ্গে নওমিকাকে দেখে ফ্রেমবন্দি করেন পাপারাজ্জিরা। সেই ছবি, ভিডিও ছড়িয়ে পড়তেই কৌতুহলি হয়ে উঠেছেন নেটিজেনরা। একইসঙ্গে তারকার নাতনির বলিউড অভিষেক নিয়েও প্রশ্ন উঠেছিল।

আরও পড়ুনঃ  অভিনয় নয়, শিল্পা কোটিপতি হয়েছেন যেভাবে

গুঞ্জন এবার সত্যি হলো। মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে খবর, জগদীপ সিধুর পরিচালনায় ‘ম্যাডক ফিল্মস’-এর ব্যানারে আসছে একটি রোমান্টিক কমেডি ঘরানার ছবি। সেখানেই অভিষেক হচ্ছে নওমিকার।

তার বিপরীতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা করেননি নির্মাতারা। তবে নওমিকার সঙ্গে অগস্ত্যর জুটি বাঁধার এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গেছে বলিউডের অন্দরে।

আরও পড়ুনঃ  আনন্দে কাটুক প্রতিটি দিন : ভাবনা

কারণ কথিত প্রেমিকা সুহানার সঙ্গে আজকাল আর দেখা মিলছে না অমিতাভের নাতির। ফলে বলিপাড়ায় নতুন গুঞ্জন, নওমিকাকেই মন দিয়েছেন অগস্ত্য। যে কারণে একসঙ্গে সিনেমায় অভিনয়ে পা রাখছেন তারা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *