অসুস্থ অভিনেত্রী রুক্মিণী, হাসপাতালে ভর্তি

অসুস্থ অভিনেত্রী রুক্মিণী, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় রুক্মিণী মৈত্র। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রোববার সকালে সামাজিক মাধ্যমে অসুস্থতার খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক মাধ্যমে রুক্মিণীর শেয়ার করা এক ছবিতে দেখা যায়, নায়িকার হাতে স্যালাইনের চ্যানেল। হাসপাতালে শুয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘লড়াই করছি। হাল ছাড়ছি না।’

আরও পড়ুনঃ  রূপের রহস্য জানালেন মডেল প্রিয়াঙ্কা

ভারতীয় গণমাধ্যমের খবর, মারাত্মক জ্বরে আক্রান্ত রুক্মিণী মৈত্র। সেই কারণেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। অবস্থা স্থিতিশীল হলেও এখনও ছাড়া মেলেনি।

আরও পড়ুনঃ  কেন রণবীরকে প্রেমিক হিসেব চান না, সোজাসাপ্টা জানিয়ে দেন আনুশকা

কয়েকদিন আগে এক ইভেন্ট শেষে রাত করে হাজির হন রুক্মিণী। সে সময় নাকি শরীর খারাপ ছিল অভিনেত্রীর। সেই অসুস্থতা বাড়লেই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

আরও পড়ুনঃ  কথায় কথায় কান্না করার ব্যাখ্যা দিলেন বারিশা হক

সম্প্রতি মুক্তি পেয়েছে রুক্মিণীর অভিনীত ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। সেখানেই নাম ভূমিকায় রয়েছেন রুক্মিণী। ছবির প্রচারে বিগত এক মাস ধরেই নানা জায়গায় ঘুরেছেন তিনি। এরই মধ্যে অসুস্থতার কবলে পড়লেন নায়িকা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *