• ঢাকা, বাংলাদেশ
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সাবেক প্রতিমন্ত্রী পলকের সব সম্পত্তি জব্দের আদেশ

প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৪৬

সাবেক প্রতিমন্ত্রী পলকের সব সম্পত্তি জব্দের আদেশ

অনলাইন ডেস্ক : সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সব সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ( ১৬ ফেব্রুয়ারি) আদালত এই আদেশ দেন।

গত সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ছেলে-শাশুড়িসহ পলকের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজের এ আদেশ দেন আদালত।

আরও পড়ুনঃ  অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন ও বিক্রয় করায় রুমানা ফুড প্রোডাক্টসকে জরিমানা

এছাড়া, বিদেশে বসুন্ধরা গ্রুপের সম্পদ ও মালিক-পরিচালকদের বিদেশি নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুরসহ আট দেশে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।

এদিকে, ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা করেছে দুদক। এছাড়া, ৮ কোটি টাকা অবৈধ সম্পদের অর্জনের অভিযোগ কুমিল্লার সাবেক সংসদ সদস্য সুবেদ আলী ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৩ টি মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  আবরার ফাহাদ হত্যা মামলা : ২০ আসামিরই মৃত্যুদণ্ড বহাল

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ‘ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৮১ কোটি টাকার মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক ও ভোগ দখলের অপরাধে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ৪ এর ২৭-১ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ আইনের ৫ এর ২ ধারা মোতাবেক একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’ -ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675