অনলাইন ডেস্ক : যশোরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী ও তাঁর শ্যালক জাকির হোসেনকে হেফাজতে নিয়েছে যৌথ বাহিনী
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে ‘শ্যামলছায়া পার্কে’ তাঁদের অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র-জনতা।
খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদেরকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সালাহউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
জানতে চাইলে রাত ১১টার দিকে কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথ বাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তাঁর শ্যালককে হেফাজতে নিয়েছে। এখনো তাঁদের থানায় হস্তান্তর করা হয়নি।’
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী ও তাঁর শ্যালক দীর্ঘদিন তাঁদের মালিকানাধীন শ্যামলছায়া পার্কে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশ কিছু নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক জনতা ঘিরে ফেলেন। এ সময় তাঁরা ভেতরে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যান। এ সময় তাঁরা উত্তেজিত ছাত্র-জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।
কিন্তু উত্তেজিত জনতা সালাহউদ্দিন মিয়াজী ও তাঁর সঙ্গীকে গ্রেপ্তার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আলটিমেটাম দেন। একপর্যায়ে রাত পৌনে ১১টার দিকে সালাহউদ্দিন মিয়াজী ও তাঁর শ্যালককে হেফাজতে নেন যৌথ বাহিনীর সদস্যরা। তাঁদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।-আজকের পত্রিকা