জাকেরের ক্যাচ ছেড়ে রোহিতের রেকর্ড, অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া

জাকেরের ক্যাচ ছেড়ে রোহিতের রেকর্ড, অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচেই বিরল রেকর্ড গড়তে পারতেন অক্ষর প্যাটেল। তবে ভারতীয় এই বাঁ-হাতি স্পিনারকে হ্যাটট্রিকের সেই কীর্তি গড়তে দেননি অধিনায়ক রোহিত শর্মা। স্লিপে তিনি একেবারে সহজ একটি ক্যাচ ছেড়েছেন। পরবর্তীতে রোহিতের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। মাটি চাপড়ে হতাশা প্রকাশ করেই সতীর্থ অক্ষরের কাছে হাতজোড় করে ক্ষমাও চান ভারতীয় দলনেতা।

বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার জাকের আলির ক্যাচ ছেড়ে রোহিত লজ্জার নজিরও গড়েছেন। ২০২৩ সাল থেকে ওয়ানডেতে এখন পর্যন্ত (ন্যূনতম ২০ ক্যাচের সুযোগ পাওয়াদের মধ্যে) সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েছেন তিনি। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে– ২০২৩ সাল থেকে রোহিতের হাতে ওয়ানডেতে মোট ২২টি ক্যাচ গিয়েছিল। এর মধ্যে ১০টিই হাত ফসকে গেছে তার। এই সময়ে এত বাজে দশা হয়নি আর কোনো ফিল্ডারের।

আরও পড়ুনঃ  এমবাপের লাল কার্ডের সিদ্ধান্তে রেফারির সঙ্গে একমত রিয়াল কোচ

মজার বিষয় হচ্ছে– এই তালিকায় আছেন সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্যাচ দিয়ে আলোচনায় আসা নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। তিনি ওয়ানডেতে সর্বশেষ ২৩টির মধ্যে ৭টি ক্যাচ ছেড়েছেন। যা ২০২৩ সাল থেকে ক্যাচ মিসের তালিকায় চতুর্থ। এদিকে, রোহিতের ক্যাচ ছাড়ার পর তার মাটিতে হাত চাপড়ানো ও সতীর্থের কাছে ক্ষমা চাওয়ার ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন ক্রিকেটভক্তরা।

ভারত-বাংলাদেশের চলমান ম্যাচের নবম ওভারে ঘটে ওই ঘটনা। অক্ষর প্যাটেলের করা ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে সামান্য টার্ন করে বের হয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে যান তানজিদ তামিম (২৫)। টাইমিং না হওয়ায় ব্যাটের কানা ছুঁয়ে রাহুলের হাতে ধরা পড়েন। এরপর উইকেটে এসে অভিজ্ঞ মুশফিকুর রহিমও দায়িত্বহীনতার পরিচয় দিলেন। নিজের খেলা প্রথম বলেই ডিফেন্স করতে গিয়ে এজ হয়ে রাহুলের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। পরবর্তী বলেই জাকের আউট হতে পারতেন। তার ব্যাট ছুঁয়ে বল যায় স্লিপে থাকা রোহিতের কাছে। ভারতীয় অধিনায়ক সহজ ক্যাচ রাখতে না পারায় হ্যাটট্রিক বঞ্চিত হন অক্ষর।

আরও পড়ুনঃ  শেষের ঝড়ে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

রোহিতের সেই ক্যাচমিসের ছবি ও ভিডিও শেয়ার দিচ্ছেন ভারতীয় সমর্থকরা। একজন লিখেছেন, ‘রোহিত শর্মার চাওয়া বাংলাদেশ কিছু রান করুক, যাতে পাকিস্তান ম্যাচের আগে তারা কিছু ব্যাটিং প্র্যাকটিস করতে পারে।’ সোরাভ পান্ত নামে আরেকজনের মন্তব্য– ‘রোহিত শর্মার দারুণ কাজ। সহজ ক্যাচ ছেড়ে দিয়ে তিনি ভারতীয় ব্যাটারদের রান চেজ করার প্র্যাকটিসের সুযোগ করে দিয়েছেন। এবং পাকিস্তান ম্যাচের জন্য অক্ষরকেও কিছুটা ক্ষুধার্ত রাখলেন, দুর্দান্ত ক্যাপ্টেন্সি।’

আরও পড়ুনঃ  যে কারণে আইপিএলের ‘ডট বলের বিনিময়ে গাছ রোপণ’ প্রকল্পও প্রশ্নবিদ্ধ

তবে রোহিতের ক্ষমা চাওয়ার ধরন ও প্রতিক্রিয়াকেও সম্মান দেখাচ্ছেন কেউ কেউ। এক ভক্ত লিখেছেন, ‘কেউই কোনো অভিযোগ করছে না, তবুও রোহিতের রাগ এবং হতাশা দেখেন। বোঝাই যাচ্ছে সতীর্থদের থেকে কতটা সম্মান অর্জন করে নিয়েছেন এবং একজন নেতার গুণাবলিও এতে স্পষ্ট।’ একাধিক নেটিজেনও বিষয়টিকে দেখছেন ইতিবাচক দৃষ্টিতে, ‘অক্ষর প্যাটেলের নিশ্চিত হ্যাটট্রিক ছিল। রোহিত শর্মাও তাই অক্ষরের কাছে সরাসরি ক্ষমা চাইলেন। তার ভেতর কী চলছে সেটি এমন আবেগই বলে দিচ্ছে।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *