• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাংলাদেশের বিপক্ষে ‘ডাবল সেঞ্চুরি’ ছুঁয়ে যা বললেন শামি

প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৫৪

বাংলাদেশের বিপক্ষে ‘ডাবল সেঞ্চুরি’ ছুঁয়ে যা বললেন শামি

অনলাইন ডেস্ক : গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। যেখানে বল হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ শামি। একাই শিকার করেছেন ৫ উইকেট। এমন বোলিংয়ের দিনে একটা মাইলফলকও ছুঁয়েছেন তিনি।

ওয়ানডেতে দুইশ উইকেট পূর্ণ করেছেন শামি। এই ক্লাবে প্রবেশ করতে তার লেগেছে ১০৩ ইনিংস। সবমিলিয়ে ১০৪ ম্যাচে তার নামের পাশে এখন ২০২ উইকেট। এ প্রসঙ্গে ম্যাচ শেষে শামি বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া। আমার নিজের স্কিলের প্রতি ভরসা ছিল।’

আরও পড়ুনঃ  হৃদয়ের চোট নিয়ে যা জানা গেল

‘ফর্ম চলে গেলে কীভাবে ফিরে পাবেন তা গুরুত্বপূর্ণ। আমি এই কৌশলে এগিয়েছি। এমনও সময় গেছে ৮ ঘণ্টা করে এনসিএতে কাটিয়েছি। আগের দিনের ১০% বেশি দেওয়ার চেষ্টা করেছি। এগুলোই ছিল। ফল আসবেই, আজ না হলে কাল। পরিস্থিতির চাহিদা মিটিয়ে চেয়েছি এগিয়ে যেতে।’-যোগ করেন তিনি।

লম্বা সময় পর চোট কাটিয়ে ফিরে আসার গল্প বলেন শামি, ‘কঠিন সময় থাকে। বিশ্বকাপে যেই ফর্ম নিয়ে আমি বাইরে গিয়েছিলাম সেই ফর্ম ফিরে পাওয়াটা অনেক কঠিন। ১৪ মাস পর একই ভাবে ফেরা কঠিন। ব্যথা হতে থাকে সবসময়। ঘরোয়া ক্রিকেটে খেলে আমার আত্মবিশ্বাস ফিরেছে। ছন্দে ফিরতে পেরেছি সার্জারির ১৪ মাস পর। ৮-৯-১০ ম্যাচ ঘরোয়াতে এবং আন্তর্জাতিকে ৪ ম্যাচ খেলে ভালো রকমের আত্মবিশ্বাস পেয়েছি।’

আরও পড়ুনঃ  মহিলাদের আইপিএলে প্রথম জয় হরমনপ্রীতদের

শামি আরও বলেন, ‘১৪ মাস বাইরে ছিলাম। বারবার একই জায়গায় ব্যথা হচ্ছে, একই কাজ করে যাওয়া কঠিন ছিল অনেক। অনেক ম্যাচ হচ্ছিল বাইরে। অনেকেই আমাকে মিস করেছে। সেই সময়ে বল বাই বল খেলা দেখেছি। মনে হয়েছে কিছু অবদান তো রাখতে পারতাম। তবে দলের প্রতি ভরসা ছিল। সব মানুষই চাইবে ফর্ম ধরে রাখতে হবে। দলে যে অবদান দেওয়া হয়েছে তা পালন করে আমি সবাইকে সন্তুষ্ট করতে চাই। উইকেট নিয়ে দলের লাভ হলে সেটাই ভালো। আমি এভাবেই চিন্তা করি।’

আরও পড়ুনঃ  মর্যাদার একুশে পদক গ্রহণ করলেন সাফজয়ী সাবিনারা

পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এ নিয়ে শামি বললেন, ‘ম্যাচ জিতলে ভালো মাইন্ডসেট থাকে। নিজের পারফরম্যান্স ভালো। আইসিসি ম্যাচ হোক বা আন্তর্জাতিক নিজের স্কিলে বিশ্বাস রাখতে হবে। তখনই মাইন্ডসেট ঠিকঠাক থাকে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675