দক্ষিণ এশিয়ার আরচ্যারির উন্নয়ন পরামর্শক বাংলাদেশের চপল

দক্ষিণ এশিয়ার আরচ্যারির উন্নয়ন পরামর্শক বাংলাদেশের চপল

অনলাইন ডেস্ক : ইসলামিক দেশ ও দক্ষিণ এশিয়ার আরচ্যারির উন্নয়ন পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। তিনি বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করছেন।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে চপলকে এক ইমেইল বার্তায় বিশ্ব অরচ্যারির সাধারণ সম্পাদক টম ডিলেন আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  বিপিএল মাতিয়ে পিএসএলেও ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই সংগঠক লম্বা সময় ধরে আরচ্যারি নিয়ে কাজ করছেন। ইসলামিক দেশ ও দক্ষিণ এশিয়ার উন্নয়ন পরামর্শক হওয়ার আগে থেকেই বিশ্ব আরচ্যারিতে যুক্ত আছেন তিনি। গত বছর দ্বিতীয়বারের মতো বিশ্ব আরচ্যারির ইলেকট্রোরাল বোর্ড মেম্বার মনোনীত হয়েছেন। যার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।

আরও পড়ুনঃ  জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ নেই কারও, খেলা দেখা যেতে পারে যে টিভিতে

বিশ্ব আরচ্যারির একটি স্বতন্ত্র এবং বিশেষ কমিটি ইলেকট্রোরাল বোর্ড। সেই বোর্ড মূলত বিশ্ব আরচ্যারির নির্বাচন পরিচালনা করে।

তাছাড়া এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সঙ্গেও কাজ করেছেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। তিনি এশিয়ান আরচ্যারি ফেডারেশনের কয়েক মেয়াদের সহ-সভাপতি আছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *