জাবিয়ান ফুটসালের ট্রফি উন্মোচন ও সম্মাননা অনুষ্ঠান

জাবিয়ান ফুটসালের ট্রফি উন্মোচন ও সম্মাননা অনুষ্ঠান

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তঃবন্ধন দেশ জুড়েই সমাদৃত। নিজেদের বন্ধনকে আরো দৃঢ় করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা গত তিন বছরের মধ্যে দুইবার ঢাকায় ৫০ বল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। এর আলোকে এবার আয়োজন হতে যাচ্ছে জাবি ফুটসাল টুর্নামেন্ট।

আজ শুক্রবার মিরপুরের পল্লবীতে স্পোর্টস অ্যারেনা ভেন্যুতে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ভিত্তিক এই টুর্নামেন্ট শুরু হবে। দুই দিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল শনিবার রাতে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ ভিত্তিক খেলার পর প্রতি গ্রুপের দুই শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সেভেন এ সাইড টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার রাতে।

আরও পড়ুনঃ  যে কারণে আইপিএলের ‘ডট বলের বিনিময়ে গাছ রোপণ’ প্রকল্পও প্রশ্নবিদ্ধ

ফুটসাল টুর্নামেন্ট উপলক্ষ্যে গতকাল রাতে রাজধানীর ফ্যালকন হলে জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে প্রতিটি বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী বিভাগগুলোর হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রথম ব্যাচ থেকে ৪০ ব্যাচ পর্যন্ত সাবেকরা অংশগ্রহণ করতে পারবেন।

টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। ২০১২ সালে অলিম্পিকে বাংলাদেশের পদক বহন করা সাঁতারু মাহফিজুর রহমান সাগর, সাবেক জাতীয় ফুটবলার শহীদ হোসেন স্বপন, সাবেক ফুটবলার সুজিত ব্যানার্জি চন্দন, হিরু, শামীম, মন্জু, রবি, ফারুক, আন্তর্জাতিক আম্পায়ার মাসুদুর রহমান মুকুলসহ আরো কয়েকজনকে উত্তরীয় পরিয়ে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন সাখাওয়াত হোসেন শিপন, দেবাশীষ চ্যাটার্জি ও জোসী।

আরও পড়ুনঃ  ২০২৮ অলিম্পিকের ক্রিকেট ভেন্যুর নাম ঘোষণা

ক্রীড়া সাংবাদিকতার মাধ্যমে ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান ও জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতির জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্রীড়া সাংবাদিক আরাফাত জোবায়েরকেও এ অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের খেলার স্মৃতি স্মরণ করেন। আম্পায়ার মুকুলকে সবাই ক্রিকেটার হিসেবে চিনলেও তার বিশ্ববিদ্যালয় জীবন কেটেছে ফুটবল খেলেই। পেশাগত ও পারিবারিক ব্যস্ততার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেটের পর ফুটবল টুর্নামেন্ট করায় আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান উপস্থিত সকলে। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থীরাই। টুর্নামেন্ট পাওয়ার্ড বাই পিএসএল ও স্পন্সর সিটি ব্যাংক।

আরও পড়ুনঃ  হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

গ্রুপ এ- বাংলা, গণিত, ফার্মেসী, আইবিএ।
গ্রুপ বি- সরকার ও রাজনীতি, প্রত্মতত্ত্ব, ভূগোল, পরিবেশ বিজ্ঞান।
গ্রুপ সি- সিএসই, ইংরেজী, নাটক ও নাট্যতত্ত্ব, পরিসংখ্যান।
গ্রুপ ডি- দর্শন, ইতিহাস, অর্থনীতি ও পদার্থ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *