রাজশাহীতে পদ্মাপাড়ে মুখে স্কচটেপ লাগানো অজ্ঞাত যুবকের লাশ

রাজশাহীতে পদ্মাপাড়ে মুখে স্কচটেপ লাগানো অজ্ঞাত যুবকের লাশ

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর পদ্মাপাড়ে মুখে স্কচটেপ লাগানো এক যুবকের লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে নগরের লালন শাহ মুক্তমঞ্চসংলগ্ন এলাকায় লাশটি পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। শুক্রবারই তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লাশটি পদ্মাপাড়ের ওই কাশবনেই ছিল। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছিল পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তাঁর পরনে প্যান্ট, গেঞ্জি এবং জ্যাকেট রয়েছে। চোখে চশমা আছে। তাঁর মুখ পলিথিন দিয়ে ঢাকা রয়েছে। এর ওপরে স্কচটেপ লাগানো আছে।

আরও পড়ুনঃ  বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন যুবলীগ নেতা

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘বিকেলে পদ্মাপাড়ে ঘুরতে আসা লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। সেখান থেকে বিষয়টি রাজপাড়া থানা-পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ সেখানে যায়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪

নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, শরীরের কোথাও আঘাত দেখা যাচ্ছে না। তবে আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। দুপুরের দিকে তাঁকে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  বাঘায় পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকারের তথ্য পাওয়া গেছে

এ ব্যাপারে থানায় হত্যা করা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *