• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে পদ্মাপাড়ে মুখে স্কচটেপ লাগানো অজ্ঞাত যুবকের লাশ

প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:১০

রাজশাহীতে পদ্মাপাড়ে মুখে স্কচটেপ লাগানো অজ্ঞাত যুবকের লাশ

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর পদ্মাপাড়ে মুখে স্কচটেপ লাগানো এক যুবকের লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে নগরের লালন শাহ মুক্তমঞ্চসংলগ্ন এলাকায় লাশটি পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। শুক্রবারই তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লাশটি পদ্মাপাড়ের ওই কাশবনেই ছিল। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছিল পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তাঁর পরনে প্যান্ট, গেঞ্জি এবং জ্যাকেট রয়েছে। চোখে চশমা আছে। তাঁর মুখ পলিথিন দিয়ে ঢাকা রয়েছে। এর ওপরে স্কচটেপ লাগানো আছে।

আরও পড়ুনঃ  বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে পাখিদের অভয়ারণ্যের জন্য খাদ্য ও পানি সরবরাহ

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘বিকেলে পদ্মাপাড়ে ঘুরতে আসা লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। সেখান থেকে বিষয়টি রাজপাড়া থানা-পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ সেখানে যায়।

আরও পড়ুনঃ  কুয়েটে সংঘর্ষের পর রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, শরীরের কোথাও আঘাত দেখা যাচ্ছে না। তবে আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। দুপুরের দিকে তাঁকে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

এ ব্যাপারে থানায় হত্যা করা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:৫৬
ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হতে বললেন ট্রাম্প
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675