Home জয়পুরহাট দীর্ঘ আট মাসেও শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কারের কাজ

দীর্ঘ আট মাসেও শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কারের কাজ

দীর্ঘ আট মাসেও শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কারের কাজ

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কারের কাজ সময়মত শেষ না হওয়ায় দীর্ঘ দিন ধরে জেলার অনুশীলনসহ সকল প্রকার খেলাধুলা বন্ধ রয়েছে। ঠিকাদারের গাফিলতি ও উদাসিনতার কারণে চার মাসের মধ্যে মাঠ সংস্করের কাজ শেষ করার কথা থাকলেও আট মাসেও সেই কাজ শেষ হয়নি। তবে সংস্কারের কাজ দ্রুত শেষ করা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

জানা গেছে, ১৯৭৭ সালে শহরের রূপনগর এলাকায় চার একর জমির ওপর নির্মাণ করা হয় জয়পুরহাট জেলা স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে স্টেডিয়ামের মাঠ, প্যাভিলিয়ন, স্বল্প আসনের গ্যালারি সংস্কার কাজের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ আসে। কাজের দায়িত্ব পায় হাফসা ট্রেড এন্ড ইন্টারন্যাশনাল নামে ঢাকার এক ঠিকাদারী প্রতিষ্ঠান।

চার মাসেই সংস্কার কাজ শেষ করে মাঠসহ স্টেডিয়ামটি বুঝে দেওয়ার কথা ছিল ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের। কিন্তু প্রায় আট মাস গত হলেও এখনও কাজ ধীর গতিতে চলমান। এ কারণে খেলোয়াড়দের অনুপযোগী অন্য মাঠে গিয়ে অনুশীলন বা খেলাধুলা করতে হচ্ছে। ফলে ভালো কোন মাঠ না পেয়ে খেলোয়াড়রা অনুশীলন ও খেলাধুলায় দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছেন। নিম্নমানের মাটি দিয়ে মাঠের সংস্কার কাজ করা হচ্ছে এমন অভিযোগে উঠলে প্রশাসনের হস্তক্ষেপে নিম্ন মানের মাটি ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে।

বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়রা জানান, এক সময় এখান থেকেই অনেক কৃতি খেলোয়াড় জাতীয় পর্যায়ে অবদান রাখলেও মাঠের অভাবে এখন অনেকটাই ঝিমিয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। তাই এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here