• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

১৭ বছর পর নিজ জেলা নেত্রকোনায় লুৎফুজ্জামান বাবর

প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪২

১৭ বছর পর নিজ জেলা নেত্রকোনায় লুৎফুজ্জামান বাবর

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৭ বছর পর নিজ জেলা নেত্রকোনার মাটির স্পর্শ পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

জেলার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ভাটি বাংলার এ কৃতি সন্তান। লুৎফুজ্জামান বাবর আসবেন শুনে

নেত্রকোনার সর্বস্তরের মানুষ, দল-মত নির্বিশেষে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে গতরাত থেকেই জমায়েত হয়ে অপেক্ষা করছিলেন তাঁদের প্রাণপ্রিয় নেতার জন্যে। অবশেষে আজ রোববার বিকেলে ১৭ বছরের অপেক্ষার অবসান হয়েছে, লাখো মানুষের কণ্ঠে স্লোগানে স্লোগানে উচ্চারিত হয় ‘দুর্দিনের বাবর ভাই, আমরা তোমায় ভুলি নাই’।

আরও পড়ুনঃ  মধুদা’র হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াত-শিবিরের: ছাত্রদল

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বাবর বলেন, ‘আপনারা জানেন গত সাড়ে সতেরো বছর আমি মিথ্যা মামলায় কারাগারে ছিলাম। পুরো পৃথিবীতে এতো দীর্ঘ দন্ড কারো ছিলো না, যা আমাকে দেয়া হয়েছে। আপনাদের ভালোবাসা আর আল্লাহর মেহেরবানিতে আমি আজ আপনাদের সামনে মুক্ত বাতাসে আসতে পেরেছি। ছাত্র-জনতার বিপ্লবে, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারকে ও ফ্যাসিবাদকে উৎখাত করেছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। অতীতে আমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের, এদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে আমি কোন কাজ করিনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোন কাজ করবো না।’

আরও পড়ুনঃ  ‘সন্দেহ হচ্ছে, আদৌ সরকার নির্বাচন দিতে আন্তরিক কি না’

তিনি বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের একটাই লক্ষ্য ছিলো মাইনাস টু ফর্মুলা। আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে, আমার নেত্রীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্যে আওয়ামী লীগ সরকার আমার ওপর অনেক শক্তি প্রয়োগ করেছে, নির্যাতন করেছে, কিন্তু আল্লাহর রহমতে এবং আমার ঈমানি শক্তির জন্যে আমি তা করিনি।’

আরও পড়ুনঃ  জমি পাহারার মতো ভোট কেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি আ. ম. ম নাসির উদ্দীন

বাবর বলেন, এখনো অনেক ষড়যন্ত্র চলছে, এসব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যে প্রয়োজনে আমরা আবারো রাজপথে দাঁড়াবো, আমাদের নেতা তারেক রহমান শিগগিরই আমাদের পাশে এসে উপস্থিত হবেন।

মোক্তারপাড়া সমাবেশ শেষ করে তিনি হজরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রা.) এর কবর জিয়ারত করে এবং নিজ বাড়ি মদনের উদ্দেশ্য যাত্রা করেন।

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675