অনলাইন ডেস্ক : হার দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। তাই টুর্নামেন্টে টিকে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন ম্যাচে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ভালো শুরুর পর খেই হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্তর ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
শান্ত ১১০ বলে করেন ৭৭ রান। এছাড়া জাকের আলী অনিক করেন ৫৫ বলে ৪৫ রান। নিউজিল্যান্ডের পক্ষে মাইকেল ব্রেসওয়েল নেন ৪টি উইকেট।
২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগেই তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে যান উইল ইয়োং। এরপর কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ডেভন কনওয়ে।
তবে ইনিংসের চতুর্থ ওভারে কিউই শিবিরে আঘাত হানেন নাহিদ। দলীয় ১৫ রানে ৪ বলে ৫ রান করে আউট হন উইলিয়ামসন। এরপর রাচীন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ডেভন কনওয়ে। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
তবে দলীয় ৭২ রানে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজ। ৪৫ বলে ৩০ রান করা কনওয়েকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এরপর ক্রিজে আসা টম লাথামকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন রবীন্দ্র। বেশ আগ্রসী ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার।
সাবলীল ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন রবীন্দ্র। দলীয় ২০১ রানে আউট হওয়ার আগে ১০৫ বলে ১১২ রান করেন তিনি। রবীন্দ্রর বিদায়ের পরপরই ৭৬ বলে ৫৫ রান করে সাজঘরে ফিরে যান লাথাম। এরপর জয়ের বাকী আনুষ্ঠানিকতা সাড়েন গ্লেন ফিলিপস ও ব্রেসওয়েল। ২৩ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তারা।