‘পুনর্পাঠ: রবীন্দ্র-নজরুল’ বইয়ের আলোচনা অনুষ্ঠান

‘পুনর্পাঠ: রবীন্দ্র-নজরুল’ বইয়ের আলোচনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে অধ্যাপক আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো সমাজ বিকাশ পাঠাগার ও বাংলা ধরিত্রী প্রকাশন আয়োজিত ড. নীলিমা শীলের ‘পুনর্পাঠ: রবীন্দ্র-নজরুল’ বইয়ের আলোচনা অনুষ্ঠান। আজ ১ মার্চ ২০২৫, শনিবার অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. বিনয় বর্মণ, লেখক শেখর দত্ত, লেখক মজিবর রহমান, লেখক ও প্রকাশক দিলওয়ার হোসেন, ব্যাংকার বি এম শহিদুল হক, লেখক আশরাফ হায়দার প্রমুখ‌।
আলোচকগণ ‘পুনর্পাঠ: রবীন্দ্র-নজরুল’ বইয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, বাঙালির নিত্যদিনের জীবনে রবীন্দ্র-নজরুলের সৃষ্টিসম্ভার অনস্বীকার্য। আর এই বইখানি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুলের অমূল্য সাহিত্য ভাণ্ডার পঠনপাঠনের ক্ষেত্রে আমাদের নতুন করে উদ্বুদ্ধ করবে। আলোচকগণ আরও বলেন, বইখানি রচনা করতে লেখককে বলতে গেলে ‘শিরদাঁড়া ভাঙা পরিশ্রম’ করতে হয়েছে। তবে তিনি নিঃসন্দেহে সার্থক।
প্রসঙ্গত, আলোচকগণ এ ধরনের আরও গ্রন্থ রচনা করতে লেখক ড. নীলিমা শীলকে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন লেখক ড. নীলিমা শীল। উপস্থাপনায় ছিলেন লেখক রুশে তাহের।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *