জেগে আছি অশেষ মুক্তিযোদ্ধা…

জেগে আছি অশেষ মুক্তিযোদ্ধা…

কামাল বারি

প্রেমখচিত হৃদয়ে লিখেছি তোমার নাম—
প্রিয় স্বদেশভূমি বাংলাদেশ!
তোমার মুক্তির জন্য হাতের তালুতে মৃত্যু লিখে লড়েছি;
তোমার স্বাধীনতার জন্য হাতের তালুতে জীবন লিখে যুদ্ধ করেছি;
একবুক রক্ত ঝরিয়ে আমরা উড়িয়েছি বিজয় পতাকা;
প্রিয় স্বদেশ! প্রিয় মাতৃভূমি বাংলাদেশ!

পৃথিবীর সমগ্র দৃষ্টির সামনে আমরা দাঁড়িয়েছি, বাঙালি—
বিস্ময়কর প্রেম ছড়িয়ে দিয়েছি বিশ্বে!
অবিনাশী মুক্তির আকাঙ্ক্ষা বুকে— আমরা জেগে আছি অশেষ মুক্তিযোদ্ধা।…

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *