• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আগামী নির্বাচনে টাকা দিয়ে কাউকে ভোট কিনতে দেব না: ইলিয়াস মোল্লা

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ২:১৫

আগামী নির্বাচনে টাকা দিয়ে কাউকে ভোট কিনতে দেব না: ইলিয়াস মোল্লা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা করেছেন ফরিদপুর-১ আসনে (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় বোয়ালমারী জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা ও পৌর জামায়াত এ ইফতার মাহফিলের আয়োজন করে।

ইলিয়াস মোল্লা বলেন, আল্লাহর আইনে কোনো বৈষম্য নেই। আমরা বৈষম্য দূর করে সমাজ গড়ার জন্য এত রক্ত দিলাম। কিন্তু আমাদের প্রত্যাশা প্রত্যাশাই রয়ে গেল।

তিনি আরও বলেন, ১৯৪৭ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিলেন, তারা ক্ষমতায় গিয়ে কথা রক্ষা করতে পারেননি। তারা রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের সম্পদ মনে করে বিদেশে পাচার করেছেন। তাদের মধ্যে প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা অফিসারই খারাপ ছিলেন তা আমি বলছি না। তবে তাদের অধিকাংশই খারাপ ছিলেন।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৮ মে

ইলিয়াস মোল্লা বলেন, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে একটা পরিবার গঠন করতে চাই, সেখানে সবার সমান অধিকার থাকবে। আমরা যেমন মসজিদে শান্তিতে নামাজ পড়ি, তেমনি আমার হিন্দু ভাইয়েরা মন্দিরে শান্তিতে পূজা করবে।

আরও পড়ুনঃ  শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, চারজনের মৃত্যু

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের নাম বা পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে ধরিয়ে দেবেন। আমরা কালো টাকার রাজনীতি করতে চাই না, কালো টাকা আমরা ঘৃণা করি। আগামী নির্বাচনে টাকা দিয়ে কাউকে ভোট কিনতে দেব না।

আরেক প্রশ্নের জবাবে ইলিয়াস মোল্লা বলেন, আমরা ক্ষমতায় গেলে মেয়েদের ঘর থেকে বের হতে দেব না- এমন অপপ্রচার চালানো হচ্ছে। এটা সঠিক নয়। বর্তমান যে অবস্থা চলছে, ছেলেরাই তো ঠিকমতো চলতে পারছে না। মেয়েরা তো দূরের কথা।

আরও পড়ুনঃ  ডাক্তার আসছেন বলে ১২ ঘণ্টা অপেক্ষা করানোর পর গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হা. মাওলানা সৈয়দ সাজ্জাদ আলীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, বোয়ালমারী উপজেলা আমির মাওলানা মো. শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আ. ছালাম, মো. আবু নাসের ও হাফেজ বেলাল হোসাইন প্রমুখ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675