• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নিরাপত্তা পদক্রম নিয়ে সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টের তলব

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ৩:০৭

নিরাপত্তা পদক্রম নিয়ে সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টের তলব

অনলাইন ডেস্ক : বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা পদক্রম নিয়ে দেওয়া গত ২ মার্চের সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই সার্কুলারের ব্যাখা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে ১৮ মার্চ হাইকোর্টে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আরও পড়ুনঃ  সিআইডি প্রধানসহ পুলিশে বড় রদবদল

এসময় বিচারকরা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে আসে। অথচ এই সুপ্রিম কোর্টকে সবসময় হেয় করা হয়। ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র সচিবের সাথে একই নিরাপত্তা প্রটোকল পাবেন প্রধান বিচারপতি।

আরও পড়ুনঃ  রিকশাচালককে জুতাপেটা করে বরখাস্ত হলেন সমাজসেবা কর্মকর্তা

এর আগে, ২ মার্চ বিশিষ্ট ব্যাক্তিদের নিরাপত্তা বিষয়ক প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে হাইকোর্টের বিচারপতিদের পুলিশের মহাপরিদর্শকের সমমানে রাখা হয়েছে।

শুনানি শেষে আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স রায় আছে। সেখানে বিশিষ্ট ব্যাক্তিদের ক্রমপদমর্যাদা নির্ধারন করা আছে। ফলে, এ প্রজ্ঞাপন বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। শুনানি শেষে ৩ মাসের জন্য প্রজ্ঞাপন স্থগিত করে হাইকোর্ট।-ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675