বড় নজির গড়েছে ‘পরিণীতা’!

বড় নজির গড়েছে ‘পরিণীতা’!

অনলাইন ডেস্ক : টিআরপি তালিকায় উদয়প্রতাপ সিংহ এবং ঈশানী চট্টোপাধ্যায় অভিনীত ধারাবাহিক বিশেষ নজির গড়ল।

মার্চ মাসের প্রথম সপ্তাহেও ধারাবাহিকের টিআরপি তালিকায় কোনও বদল হল না। এই সপ্তাহেও তালিকার শীর্ষে রয়ে গেল জ়ি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। গত সপ্তাহের তুলনায় সামান্য কমে নম্বর দাঁড়িয়েছে ৭.৬-এ। ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-ও অনড়। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও সে রয়েছে দ্বিতীয় স্থানে। প্রাপ্ত নম্বর ৭.০।

আরও পড়ুনঃ  অভিনয় নয়, শিল্পা কোটিপতি হয়েছেন যেভাবে

বদল হয়নি তৃতীয় স্থানেও, সেখানে রয়েছে ধারাবাহিক ‘ফুলকি’। এই সপ্তাহে খলনায়ককে প্রায় হাতে নাতে ধরেছে ফুলকি। দর্শকের আগ্রহও তাই ছিল তুঙ্গে। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। যৌথ ভাবে আরও একটি ধারাবাহিক রয়েছে তৃতীয় স্থানে— স্টার জলসার ‘রাঙামতী তিরন্দাজ’। এই ধারাবাহিকেরও প্রাপ্ত নম্বর ৬.৬। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও চতুর্থ স্থানে রয়েছে জ়ি বাংলার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫।

আরও পড়ুনঃ  ‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও আসছে

এর পরেই অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে ‘গীতা এলএলবি’। গত সপ্তাহের থেকে কিছুটা পিছিয়েছে এই ধারাবাহিক। এর প্রাপ্ত নম্বর ৬.২। ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘কথা’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১। সপ্তমে ‘উড়ান’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। গত সপ্তাহের ধারা বজায় রেখেই অষ্টম স্থানেই রয়েছে ধারাবাহিক ‘মিত্তিরবাড়ি’। প্রাপ্ত নম্বর ৫.৫। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ‘গৃহপ্রবেশ’ ও ‘আনন্দী’। তাদের প্রাপ্য নম্বর যথাক্রমে ৫.৩ এবং ৫.২।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *