• ঢাকা, বাংলাদেশ
  • ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভাঙ্গায় মাদক সম্রাট মামুন গ্রেফতার!

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ১১:১৫

ভাঙ্গায় মাদক সম্রাট মামুন গ্রেফতার!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় এক মাদক সম্রাটকে (ইয়াবা ব্যবসায়ী) গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩০০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। বুধবার রাতে উপজেলার গোডাউন বালিয়া এলাকা থেকে তাকে আটক করেন ফরিদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল।
আটককৃত হলেন- উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের মৃত আবু কাজীর ছেলে মো. মামুন কাজী। মামুন বর্তমানে বালিয়া গোডাউন এলাকার গ্রাম্য ডাঃ মোঃ মনিরুজ্জামান টিপু মোল্লার বাড়ির ভাড়াটিয়া। তিনি, এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত। মামুনের একটি সক্রিয় সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটটিতে রয়েছেন কক্সবাজার জেলার টেকনাফ এলাকার মুনসুর আলম মুন্না (খায়রুল আলম এর অন্যতম সহযোগী), গাজীপুর জেলার দিপক চন্দ্র দাশ (রাজিব), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া এলাকার জয়নাল মাতুব্বর সহ বেশ কয়েকজন। এই সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে বিশেষ সুত্রে জানা যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (ক-সার্কেল) মোঃ রাজা মিয়া জানান- গোডাউন বালিয়ার গ্রাম্য ডাঃ মো. মনিরুজ্জামান টিপুর বাড়ীর ভিতরে এক মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ আলী, হাসান আল মামুন, মোঃ শরিফুল ইসলাম, সিপাই শয়ন সাহা, মোঃ সিহানুর রহমান, মোঃ মামুন হোসেন, প্রসেনজিত কুমার রায়, শশাংক সরকার, মোঃ সুমন রাসেল হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান এর সমন্বয়ে একটি রেইডিং পার্টির সহায়তায় ঐ বাড়িতে মাদক উদ্ধারে ঘেরাও করি। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে মামুন কাজী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বসতঘরের দরজার সামনে থেকে তাকে আটক করা হয়। পরে, তার ঘর ও দেহ তল্লাশী করে ৩০০ পিস ইয়াবা উদ্বার করা হয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি (অফিসার ইনচার্জ) ইন্দ্রজিৎ মল্লিক জানান- গ্রেফতার কৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামী মামুনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৩:৪৭
কাবাডিতে একইদিনে হারের পর জয় বাংলাদেশের
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৩:৪৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675