Home রাজশাহী ফের মহাসড়কে রাবি শিক্ষার্থীরা, ধর্ষণের বিচার ৩০ দিনে শেষ করার দাবি

ফের মহাসড়কে রাবি শিক্ষার্থীরা, ধর্ষণের বিচার ৩০ দিনে শেষ করার দাবি

ফের মহাসড়কে রাবি শিক্ষার্থীরা, ধর্ষণের বিচার ৩০ দিনে শেষ করার দাবি

রাবি প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন

শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। তাঁরা কর্মসূচি থেকে ৩০ দিনের মধ্যে ধর্ষণের বিচারকার্য সম্পন্ন করে রায় কার্যকরের দাবি জানান। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানান।

বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এর আগে ক্লাস-পরীক্ষা বর্জন করে বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হতে থাকেন। সেখানে অবস্থান নিয়ে তাঁরা ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে নগরের তালাইমারী এলাকা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল এসে এতে সংহতি জানায়।

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর র‍্যাপিস্ট’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘খুনি কেন বাইরে, ইন্টেরিম জবাব চাই’, ‘বিচার বিচার চাই, ধর্ষকের বিচার চাই’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’ ইত্যাদি স্লোগান দেন।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমাদের দাবি একটাই, যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যতগুলো ধর্ষণ-কাণ্ড হয়েছে, সব ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধর্ষণের বিচারে আমরা আর কোনো টালবাহানা দেখতে চাই না। ১৮০ বা ৯০ দিনের শুভংকরের ফাঁকি নয়, ১৫ দিনের মধ্যে তদন্ত করে ৩০ দিনের মধ্যে বিচারকার্য শেষ করতে হবে। এই মর্মে আইন পাস করতে হবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী হিরামনি বলেন, ‘সারা দেশের সবগুলো ধর্ষণের বিচার করতে হবে। আর যেন কোনো…ধর্ষণের শিকার হতে না হয়। আমরা তিন মাস, ছয় মাস বুঝি না, যত দ্রুত সম্ভব ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

শিক্ষার্থীরা এর আগে গত শনিবার রাতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড ও জোহা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ ছাড়া তাঁরা গতকাল রোববার ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here