Home খেলা শুরুতেই ৫ তারকা ক্রিকেটারকে পাচ্ছে না আইপিএল

শুরুতেই ৫ তারকা ক্রিকেটারকে পাচ্ছে না আইপিএল

শুরুতেই ৫ তারকা ক্রিকেটারকে পাচ্ছে না আইপিএল

অনলাইন ডেস্ক : আর মাত্র দিন দশেক পরই পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। একই ভেন্যুতেই ২৫ মে আইপিএলের ফাইনালও অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্টের অষ্টাদশ আসর শুরুর আগেই শঙ্কায় পড়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।

কে কোন কারণে মাঠের বাইরে
জাসপ্রিত বুমরাহ : ইতোমধ্যেই ভারতের কিংবদন্তি পেসারে পরিণত হওয়া জাসপ্রিত বুমরাহ সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। একইভাবে পিঠের চোটের কারণে তাকে আইপিএলের শুরুর দিকে বেশ কয়েক ম্যাচে পাবে না মুম্বাই ইন্ডিয়ান্সও। যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা তাকে এবার ১৮ কোটি রুপিতে ধরে রেখেছিল। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া মেডিক্যাল সূত্রের বরাতে জানিয়েছে, আইপিএলের প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বুমরাহ।

মিচেল মার্শ : বুমরাহ’র মতোই চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শও। তাকে এবার ৩.৪০ কোটি রুপিতে দলে নিয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস। তারও পিঠের নিম্নাংশে ব্যথা এবং শারীরিক ত্রুটির মতো অস্বস্তি রয়েছে। গত জানুয়ারিতেই তিনি মাঠের বাইরে ছিটকে যান এবং আইপিএলও মিস করতে পারেন বলে মনে করা হচ্ছিল। মার্শের চোট নিয়ে আর নতুন কোনো আপডেট জানা যায়নি। তবে তিনি যে ‍টুর্নামেন্টের শুরুতে থাকছেন না সেটি অনেকটাই অনুমেয়!

জশ হ্যাজলউড : চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক চোটে অস্ট্রেলিয়া ছিল কার্যত ‘মিনি হাসপাতাল’। তাদের প্রধান ৩ পেসারই ছিলেন না আইসিসির এই মেগা ইভেন্টে। এর মধ্যে অন্যতম জশ হ্যাজেলউড, মাংসপেশি ও ঊরুর সংযোগস্থলের চোটে থাকা এই অজি তারকার আইপিএলের শুরু থেকে খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ডানহাতি এই পেসারকে ১২.৫০ কোটি রুপিতে চলতি আইপিএলে দলে নিয়েছিল বেঙ্গালুরু।

মায়াঙ্ক যাদব : গত বছর লখনৌ’র হয়ে খেলতে নেমে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন মায়াঙ্ক যাদব। টানা ১৫০–এর বেশি গতিতে বল করে যাওয়া এই ডানহাতি পেসার অল্প সময়েই আলোচনায় আসেন, কয়েক মাসের ব্যবধানে অভিষেক হয় জাতীয় দলেও। সবমিলিয়ে আগ্রহের কেন্দ্রে থাকা মায়াঙ্ককে আসন্ন আইপিএলেও ১১ কোটি রুপিতে রেখে দেয় লখনৌ। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পিঠের নিচের অংশের বাঁ পাশে স্ট্রেসজনিত চোট সারার চেষ্টায় আছেন তিনি। ফলে আইপিএলের প্রথম পর্বে তিনি খেলতে পারবেন না।

হার্দিক পান্ডিয়া : সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হার্দিক পান্ডিয়া। তার সমস্যাটি অবশ্য চোটজনিত নয়, মুম্বাইকে গত আইপিএলে নেতৃত্ব দেওয়া এই তারকা নিজেদের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিলেন। যে কারণে নতুন আসরের শুরুর ম্যাচেই তিনি আছেন নিষেধাজ্ঞায়। আসন্ন আইপিএলের দ্বিতীয় দিনই ম্যাচ রয়েছে মুম্বাইয়ের, সেই ম্যাচে তারা নিয়মিত অধিনায়ক পান্ডিয়াকে ছাড়াই খেলতে নামবে।

আলোচিত এসব নাম ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার চোটের অস্বস্তিতে আছেন। তেমনই একজন ইংল্যান্ডের তরুণ ব্যাটার জ্যাকব বেথেল। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারা এই অলরাউন্ডারকে ২.৬০ কোটি রুপিতে কিনেছিল বেঙ্গালুরু। হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি এখনও মাঠের বাইরে রয়েছেন। আইপিএলে তাকে পাওয়া যাবে কি না তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here