Home ঢাকা ‘ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল’

‘ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল’

‘ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল’

ফরিদপুর জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও দক্ষিণাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আব্দুত তাওয়াব।

তিনি বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরেছিল, তাদের অনেকেই জনতার কাতারে এসে জীবন দিয়েছিল‌। আবার অনেকেই কারাবরণ করেছিল। তাদের অবদানকে অস্বীকার করার উপায় নেই। যা কখনোই ভুলে যাবার নয়।

গতকাল সোমবার ফরিদপুর শহরের চকবাজার এলাকায় জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতা বলেন, কলমের মাধ্যমে সৎ ও সত্যকে তুলে ধরা সাংবাদিকদের ঈমানী দায়িত্ব। গত জুলাই বিপ্লবে অনেক সাংবাদিক সেই দায়িত্ব পালন করলেও কিছু কিছু সংবাদকর্মী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ফ্যাসিস্ট সরকার কর্তৃক লাইসেন্স ছাড়ানোর ভয়েও অনেক গণমাধ্যম তাদের পক্ষ নিতে বাধ্য হন।

জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— জেলা জামায়াতের সাবেক আমির শামসুল ইসলাম আল বরাটি, পৌর আমির মোহাম্মদ জসিম উদ্দিন, সাংবাদিক পান্না বালা, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here