• ঢাকা, বাংলাদেশ
  • ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমি এখনও আবেদনময়ী : কারিনা

প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ১২:৪৪

আমি এখনও আবেদনময়ী : কারিনা

অনলাইন ডেস্ক : বয়স ৪৫ ছুঁইছুঁই হলেও নিজেকে এখনও আবেদনময়ী মনে করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। চেহারা কেটে যাওয়া কিংবা বলিরেখায় কোনো আপত্তি নেই তারকার। তিনি মনে করেন, ২৫-৩০ বছরে যেমন ছিলেন, এমনও তেমনই আছেন।

সদ্য কারিনার সঙ্গে দেখা হয়েছিল প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের। অনুষ্ঠানমঞ্চে পরস্পর কথা বলেছেন, হাসাহাসি করেছেন। এমনকি জড়িয়েও ধরেছেন দুজনকে।

২০০৭ সালে ‘জাব উই মেট’ ছবির পর তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল। হিসেব বলছে, তখন করিনার বয়স ২৭ বছর। এরপর ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খান পটৌদীকে।

আরও পড়ুনঃ  ১৩৮ কোটি টাকায় কারখানা খুলতে চেয়েছিলেন সোনা পাচারে অভিযুক্ত সেই অভিনেত্রী

সম্প্রতি, হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে একান্ত কথোপকথনে কারিনা বললেন, “২০ দশকে আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী।”

এই সাক্ষাৎকারে উঠে আসে তারকাদের ‘কসমেটিক সার্জারি’-র প্রসঙ্গ। জিলিয়ন দাবি করেন, চলচ্চিত্র জগত তাদের বাধ্য করছে এ ধরনের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে।

আরও পড়ুনঃ  ‘বহু পুরুষ নারীবাদের অর্থই জানেন না, তাই নারীরা ভয় পায়’, কোন প্রসঙ্গে বললেন অদা শর্মা?

তিনি বলেন, “এমন বহু অভিনেতাকেই দেখা যাবে যারা কোনও নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তার জন্য আবার নানা রকম কথাও শুনতে হয়েছে।”

এ বিষয়েই কারিনা বলেন, ‘আমার মনে হয় এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি তো ওই বলিরেখাগুলি দেখতেই ভালোবাসি। আমার মনে হয়, এতে আমাকে আরও আবেদনময়ী দেখতে লাগে। যে কারণে চল্লিশে এসে নিজেকে আরও বেশি সুখী মনে করি।’

আরও পড়ুনঃ  অপুর ইঙ্গিতপূর্ণ পোস্ট, নিশানায় বুবলী!

কারিনা যোগ করেন, ‘অন্তত ২০-৩০ বছরে যেমন ছিলাম, তার চেয়ে বেশি। এই স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নিতে চাই। এখনও অতটা বয়স হয়ে যায়নি, কারণ আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি।’

গত বছরই কারিনাকে দেখা গেছে ‘বাকিংহাম মার্ডারস’ এবং ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে। এরপর তাকে দেখা যাবে মেঘনা গুলজারের সিনেমায়। সেই ছবির নাম এখনও স্থির হয়নি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675