বাংলাদেশ থেকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন, ভারতের ১৮ রাজ্যে সতর্কতা

বাংলাদেশ থেকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন, ভারতের ১৮ রাজ্যে সতর্কতা

অনলাইন ডেস্ক : ভারতের ১৮টি রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। যারমধ্যে রয়েছে জম্মু ও কাশ্মির, বিহার, পশ্চিমবঙ্গ। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) আইএমডি জানায়, বাংলাদেশ ও ইরাক থেকে দুটি সাইক্লোন ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। আর এ দুটি সাইক্লোনের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। যা আগামী ১৫ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

আইএমডি বলেছে, প্রথম সাইক্লোনটি উত্তর ভারতের দিকে আসছে। এটির প্রভাবে দিল্লি ও আশপাশের অঞ্চলের মানুষ উচ্চতাপমাত্রা থেকে পরিত্রাণ পেতে পারেন। অপরদিকে দ্বিতীয় সাইক্লোনটি আসছে বাংলাদেশ থেকে। এই সাইক্লোনটির প্রভাবে ভারতের পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আর এ দুটি সাইক্লোনের প্রভাবে ভারতের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং উত্তরপূর্বাঞ্চলীয় এলাকায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  কেএফসিতে ভাঙচুর, পাকিস্তানে ১৭৮ বিক্ষোভকারী গ্রেপ্তার

অপরদিকে জম্মু ও কাশ্মির, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গায় ১০ থেকে ১৫ মার্চের মধ্যে ব্যাপক তুষারপাত, বৃষ্টিপাত এবং বজ্রপাত হবে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানেও একই রকম আবহাওয়া পরিলক্ষিত হতে পারে।

আরও পড়ুনঃ  ফিলিস্তিনিদের সাথে সংহতি: পাকিস্তানের রাস্তায় বিক্ষোভে লাখো মানুষ

অন্যদিকে বিহার, পশ্চিমবঙ্গ ও অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। অরুণাচল প্রদেশে তুষারপাত হওয়ার সম্ভাবনাও আছে। এসব জায়গা ছাড়াও তামিলনাড়ু ও কেরালায় ব্যাপক ভারী বৃষ্টিপাত হতে পারে। যদি আবহাওয়ার অবস্থা এমন চলতে থাকে তাহলে সেখানকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুনঃ  গাজায় ‘এক গ্রাম খাবার বা ত্রাণও’ ঢুকতে দেওয়া উচিত নয় : ইসরায়েল

ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছে দেশটির পূর্ব উপকূলে (পশ্চিমবঙ্গ-তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ-ওড়িশা) সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে এসব জায়গা ৬০ কিলোমিটার প্রতিঘণ্টায় বাতাস বইতে পারে। আগামী ১৫ মার্চের পর সেখানে সাইক্লোনিক অবস্থার উন্নতি হতে পারে। যদিও কোথাও কোথাও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিকে এই সময়টায় জেলেদের গভীর সমুদ্রে মাছ না ধরতে যাওয়ার আহ্বান জানিয়েছে আইএমডি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *