• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৯:২৬

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ১২ মার্চ রাত্রী ০২.৩০ ঘটিকায় নগরীর বোয়ালিয়া থানাধীন সুলতানাবাদ বেলদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ হাবিবুল হাসান হাসিব (২৫), পিতা-মোঃ হারুন অর রশিদ, সাং-বজরাপুর, থানা-পবা, রাজশাহীকে গ্রেফতার করে এবং মোবাইল ০১ টি, সীম ০১ টি উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামী হাসিবুল ইসলাম হাসিব ভিকটিম মোসাঃ রোমানা সুলতানা (২৪) কে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সখ্যতা গড়ে তোলে। এক পর্যায়ে ভিকটিম ও আসামীর মধ্যে মোবাইল নম্বরে কথাবার্তার মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়তে থাকে।

আরও পড়ুনঃ  নগরীতে লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান

গত ১০/০৩/২০২২ তারিখ আসামী হাসিব পদ্মা নদীর ধারে বোড়ানোর কথা বলে ভিকটিমকে বোয়ালিয়া থানাধীন কাজুরী একটি বাসায় নিয়ে এজাহারনামীয় ২নং ও ৩নং আসামীর সহায়তায় জোরপূর্বক বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ১১/০৭/২০২২ তারিখে পুনরায় বিয়ের আশ্বাসে আবারও একই জায়গায় একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আসামীকে বিয়ের কথা বললে সে কৌশলে বাড়ী হতে পালিয়ে যায় এবং মোবাইল ফোন অফ করে যোগাযোগ বন্ধ করে দেয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হবে শনিবার

এপ্রেক্ষিতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় ধর্ষক হাসিব ও ধর্ষণে সহায়তাকারী অপর ০২ জনের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অদ্য ১২/০৩/২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সুলতানাবাদ বেদারপাড়া নামক এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  ভোলাহাটে রণাঙ্গন ‘৭১র বীরমুক্তিযোদ্ধা মানোয়ার চলে গেলেন না ফেরার দেশে!

উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675