বাগমারায় উপজেলা নির্বাচন অফিসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

বাগমারায় উপজেলা নির্বাচন অফিসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

হেলাল উদ্দীন, বাগমারা : সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারায় উপজেলা নির্বাচন অফিসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন উপজেলা নির্বাচন অফিস।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারায় বিএনপি’র বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক। এনআইডি সেবা নির্বাচন কমিশনের মাধ্যমে পরিচালনা করা হলে অনেক ভোগান্তি কমবে বলে দাবি করে সাধারণ মানুষ।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ছিলেন, অফিস সহায়ক দুলাল হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর তসলিম খান, নূর-এ-আলম, রাসেল মাহমুদ, স্ক্যানিং অপারেটর মোফাজ্জল হোসেন সহ রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম ও এনআইডির কাজে আসা সাধারণ জনগণ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *