স্টাফ রিপোর্টার, ফরিদপুর : বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয় তাবাদী স্বেচ্ছাসেবক দলের দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বরের দলীয় পদ স্থগিত ঘোষনা করেছে জেলা স্বেচ্ছাসেবক
মঙ্গলবার রাতে ফরিদপুর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু ও সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল এর দলীয় প্যাডের যৌথ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এতথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির নেতৃত্বদ্বয় আরও উল্লেখ করেন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বরকে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও বিরত থাকার পাশাপাশি সদস্য সচিব পদ স্থগিত করা হলো।
স্থানীয় একাধিক সূত্র মতে জানা গেছে, গত তিনদিন আগে ভাঙ্গা পৌর এলাকার মধ্যেপাড়া হাসামদিয়া ৪ নং ওয়ার্ড এলাকার ২ নম্বর বাড়ি নিয়ে তারেক আহমেদ লিঙ্কন ও তাদের আত্মীয় বেলায়েত হাওলাদার গং এর মধ্যে ভবনের মালিকানা নিয়ে দীর্ঘদিনের সৃষ্ট দ্বন্দ্বতার সূত্র ধরে তারেক আহমেদ লিঙ্কন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা সদস্য সচিব সজিব মাতুব্বরকে জড়িয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সজিব মাতুব্বরের সহযোগীতায় পৈত্রিক সম্পত্তি দখল করেছে। মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও নিউজ ছড়িয়ে পরায় বিষয়টি জেলা স্বেচ্ছাসেবক দলনেতাদের দৃষ্টিগোচর হয়। এবিষয়ে সজিব মাতুব্বর রোববার দুপুরে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানানোর পাশাপাশি নিজের অবস্থান সুস্পষ্টতায় তিনি বলেন, কোনভাবেই বাড়ি নিয়ে দুটো পরিবারের সদস্যদের সাথে জড়িত নয়। রাজনৈতিকভাবে একটি মহল তাকে হেয় প্রতিপন্ন করতেই তাকে জড়িয়ে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তার সংবাদ সম্মেলনের একদিন পর মঙ্গলবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহমেদ কমিটি সজিব মাতুব্বরের পদ স্থগিত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বর মোবাইল ফোনে বলেন, জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে গত ১৭টি বছর আওয়ামী দুঃশাসনকালের নির্যাতিত একজন কর্মী হিসেবে দলীয় শৃঙ্খলা সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি রবরাত দিয়ে বলেন, আমার বিরুদ্ধে জেলা কমিটি তদন্ত টিমের মাধ্যমে তদন্ত করলে তিনি নির্দোষ প্রমানিত হবেন বলে অভিমত প্রকাশ করেন।