দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় দ্রুত সুষ্ঠু ভোটের বিকল্প নেই : শামা ওবায়েদ

দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় দ্রুত সুষ্ঠু ভোটের বিকল্প নেই : শামা ওবায়েদ

ফরিদপুর জেলা প্রতিনিধি : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, হাসিনা হাজার হাজার শিশুকে হত্যা করেছে, হাজার হাজার বিএনপির নেতাকর্মীকে গুম করেছে। তাদের লাশের ওপর দিয়ে বেইমানদের জায়গা দিতে পারি না। কোনো ষড়যন্ত্রকারীদের জায়গা আমরা দেব না।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কোদালিয়া শহীদনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের সাবধান করে দিয়ে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর যারা ঘরে ঘুমাইতে পারেন নাই, মামলা নিয়ে ঘুরে বেরিয়েছেন, মিথ্যা মামলায় জেল খেটেছেন, তাদেরকে দলে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু গত দুদিন আগে যারা (আওয়ামী লীগ) আপনাদের ঘরে থাকতে দেয় নাই, তাদের সাথে দহরম- মহরম করলে আপনারা দায়ী থাকবেন। ১৭ বছরের ত্যাগ ভুলে গেলে চলবে না।

আরও পড়ুনঃ  বসতবাড়িতে অনৈতিক কাজ, আগুন দিলো জনতা

তিনি আরও বলেন, গত ১৫ বছর আমরা ভোট দিতে পারি নাই। ২০১৮ সালে আমরা ভোট দিতে পারি নাই। ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন হয়েছে। একটি সুষ্ঠু ভোটের আশায় সারা দেশের মানুষ উন্মুখ হয়ে রয়েছে। তাই অন্তবর্তীকালীন সরকারকে বলবো অতিশিগগিরই সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে হবে। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে দ্রুত সুষ্ঠু ভোটের বিকল্প নেই।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বিবস্ত্র ও এসিডে ঝলসানো মৃতদেহ উদ্ধার

শামা ওবায়েদ বলেন, ১৭ বছর আমরা ফ্যাসিবাদের মধ্যে ছিলাম। ফ্যাসিবাদ চলে গেছে। তবে ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। এখনো অত্যাচার, অনাচার, নারীদের ধর্ষণ চলছে।

তিনি বলেন, এখন সময় দেশ গড়ার, দল গড়ার। বিএনপির নাম ব্যবহার করে, আমার নাম ব্যবহার করে কেউ কোনো অন্যায় করতে পারবে না। হাট, ঘাট দখল করতে পারবে না। দলের কেউ কোনো অন্যায় করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি

কোদালিয়া শহীদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *