তারাবিতে যাওয়ার পথে ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী

তারাবিতে যাওয়ার পথে ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তারবারি নামাজ পড়তে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছে প্রতিবন্ধী এক কিশোরী। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হলেই অভিযুক্তদের আটক করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী পরিবারও থানায় এজহার দাখিল করেছেন। এরমধ্যে ওই এলাকারই নজরুল ইসলামের ছেলে মো. সাখাওয়াতসহ তিন জনকে আটক করা হয়েছে। তবে বাকি দুজনের বয়স ১৮ না হওয়ায় তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামের শিশু জুঁই ধর্ষণ ও হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

সংশ্লিষ্টরা জানান, ১২ বছর বয়সী ওই বাকপ্রতিবন্ধী কিশোরী কাগমারি জামে মসজিদে তার চাচীর সঙ্গে তারাবির নামাজ পড়তে যাচ্ছিলেন। এসময় তার চাচী মসজিদে ঢুকে গেলে সে বাহিরে থেকে যায়। এই সুযোগে সাখাওয়াতসহ তার তিন জন সহযোগী ওই কিশোরীকে বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুনঃ  নাচ–গানে বর্ণিল আয়োজনে রাবিতে বর্ষবরণ

ভুক্তভোগী কিশোরী বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানায়। তার পরিবার এলাকার কিছু ব্যক্তিদের জানালে এই খবর জানাজানি হয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “ওই মেয়েকে মসজিদের সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তদের সকালেই আটক করা হয়েছে। ইতিমধ্যে ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় এজহার দাখিল করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *