Home শিক্ষা গুচ্ছ ভর্তি আবেদনের সময় বাড়ল

গুচ্ছ ভর্তি আবেদনের সময় বাড়ল

গুচ্ছ ভর্তি আবেদনের সময় বাড়ল

অনলাইন ডেস্ক : ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

আগামী ১৭ মার্চ পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন।

আজ শনিবার দুপুরে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময় আরও দুইদিন বাড়ানো হয়েছে। আগামী ১৭ মার্চ রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন।

আবেদনের বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট www.gstadmission.ac.bd ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here