ট্রাকমালিক ও ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

ট্রাকমালিক ও ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

স্টাফ রিপোর্টার : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ট্রাক মালিক সমিতি ও ফার্টিলাইজার এসোসিয়েশনের রাজশাহী জেলা সভাপতি আবুল কালাম এর নিঃশর্ত মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) দুপুর ২ টার দিকে রাজশাহী ট্রাক মালিক সমিতি ও জেলা ফার্টিলাইজার এসোসিয়েশন যৌথভাবে মহানগরীর একটি রেস্তোরায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন রাজশাহী বিএডিসি ডিলার এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হাসনাইন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনো বিদ্যমান। তারই অংশ হিসেবে একজন জনপ্রিয় রাসায়নিক ও ট্রাক পরিবহন ব্যবসায়ি নেতাকে মোটা অংকের টাকা না পাওয়ায় এবং তারপদ থেকে সরানোর জন্য পুলিশ প্রসাশনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট দোশরদের যড়যন্ত্রের কারণে ভাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক করা হয়েছে। যা অত্যন্ত ন্যুখজনক। বোয়ালিয়া থানা সাবেক অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তের নামে এজাহার বহির্ভূত ৭৪ জনের নাম সংযুক্ত প্রাথমিক তথ্য বিবরনীতে উল্লেখ করেন। যা ফ্যাসিস্ট গোলামীর বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, মামলার বাদি ওসামা বিন ইকবাল মিথ্যা প্রাথমিক তথ্য বিবরণী সম্পর্কে জ্ঞাত হয়ে সপ্রণোদিতভাবে আবুল কালামসহ মামলায় সংযুক্ত নেই। এই সমস্ত ব্যক্তির নামে অভিযোগ প্রত্যাহার করে রাজশাহী জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে একটি এফিডেভিট করেন। যা বোয়ালিয়া থানা ও আরএমপির পুলিশ কমিশনার বরাবরে প্রেরণ করা হয়। তারপরেও আবুল কালামকে আটক করা অবশ্যই আইন অবমাননার শামিল। আবুল কালামকে আটকের মধ্যদিয়ে রাজশাহী অঞ্চলের ট্রাক পরিবহণ ও কৃষিক্ষেত্রে একটি অস্থিতিশীলতা সৃষ্টির চরম ষড়যন্ত্র, যা বর্তমান সরকারকে অস্থিতিশীলতার দিকে ধাবিত করবে। ওই সংবাদ সম্মেলন থেকে পুলিশ বিভাগে এই ধরণের ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ এবং জনপ্রিয় ফার্টিলাইজার এসোসিয়েশন ট্রাক পরিবহন মালিক সমিতির অন্যতম নেতা আবুল কালামের নিঃশর্ত মুক্তি দাবি করেন নেতৃবৃন্দ। এছাড়াও অবিলম্বে তার মুক্তির দাবিতে নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসক ও আরএমপি পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। এতেও যদি কর্তৃপক্ষ ব্যবস্থাগ্রহণ না করেন পরবর্তীতে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবে বলে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফার্টিলাইজার এসোসিয়েশনের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিএডিসি ডিলার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন, রাজশাহী ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি তোজাম্মল, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সড়ক সম্পাদক বারী উল আলম, দপ্তর সম্পাদক শামসুজ্জোহা মিলন, বিসিআইসি সার ডিলার আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *