বিদেশিদের অভিনয়ে গুজব নিয়ে এবারের ইত্যাদিতে বিশেষ আয়োজন

বিদেশিদের অভিনয়ে গুজব নিয়ে এবারের ইত্যাদিতে বিশেষ আয়োজন

অনলাইন ডেস্ক : দুই যুগেরও বেশি সময় ধরে বিদেশি নাগরিকদের নিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ইত্যাদিতে তুলে ধরছেন নির্মাতা হানিফ সংকেত। বিশেষ করে প্রতি ঈদেই ইত্যাদিতে বিদেশিদের নিয়ে থাকে বিশেষ আয়োজন।

এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পবিত্র ঈদুল ফিতরে ইত্যাদির বিশেষ পর্বে অংশগ্রহণ করেছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, সুইডেন, রোমানিয়া, ডেনমার্ক, ইন্দোনেশিয়া, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক।

আরও পড়ুনঃ  থাইল্যান্ড থেকে যে বার্তা দিলেন মিম

তারা সবাই এ দেশে বিভিন্ন দূতাবাস ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। গুজব নিয়ে একটি নাটিকায় থাকছেন তারা। এছাড়া বিদেশিদের অংশগ্রহণে একটি গানের সঙ্গে নৃত্যও থাকছে ।

আরও পড়ুনঃ  অভিনয় নয়, শিল্পা কোটিপতি হয়েছেন যেভাবে

হানিফ সংকেত বলেন, ওরা অপেশাদার হলেও অনেক পেশাদার শিল্পীরও ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সঙ্গে যে আত্মিক বন্ধন তৈরি হয় তা কখনোই ভোলার নয়। আশা করি প্রতিবারের মত এবারও এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।

আরও পড়ুনঃ  পূর্ণিমাকে দেখে আফসোস নেটিজেনদের!

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *