চলতে ফিরতে ‘দেওরা’

চলতে ফিরতে ‘দেওরা’

অনলাইন ডেস্কঃ ‘হাতে লাগে ব্যথা রে, হাত ছাইড়া দাও সোনার দেওরা রে…।’ চারপাশে চলতে–ফিরতে অনেকের কণ্ঠেই এখন এই গান। তরুণেরা গানের সঙ্গে তাল মিলিয়ে গা দোলাচ্ছেন হাঁটাচলাতেও। কেউ কেউ জানেন যে এটা মাঝিমাল্লার গান, অনেকেরই হয়তো অজানা। কিন্তু গানের কথা–সুরে মজেছেন আর গানের তালে ডুবেছেন দেশে–বিদেশের অসংখ্য বাঙালি–শ্রোতা। কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের ‘দেওরা’ নামের গানটি ইউটিউবে প্রকাশের পর থেকেই আলোচনায়, ভক্তদের মুখে মুখে।

কোক স্টুডিও বাংলার সাম্প্রতিক আলোচিত এই গানের গায়ক শিল্পী প্রীতম হাসান ও ইসলাম উদ্দিন পালাকার।

গানটির সংগীত প্রযোজকও প্রীতম হাসান। প্রীতম বলেন, ‘নৌকাবাইচে হাত ছেড়ে দাও…গানের তালে বৈঠা ঠেলেন মাঝিমাল্লারা। এটি সারিগান। নৌকাবাইচের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে জনপ্রিয় এই গান। গানটি দেখেশুনে এতটাই মুগ্ধ হই যে কোক স্টুডিও বাংলার জন্য এই গানটিই নির্বাচন করি। গানটি প্রকাশের পর এতই সাড়া মিলেছে যে আমি বিস্মিত, আনন্দিত!’

আরও পড়ুনঃ  আমি জানি, আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে

‘দেওরা’ গানের মূল স্রষ্টা ফজলুল হক, তিনি পেশায় একজন কৃষক ও মাঝি। ফজলু মাঝি হিসেবেই সবার কাছে পরিচিত তিনি। নিজের লেখা গানটির সুরও বেঁধেছেন তিনি। তার সঙ্গে কিছু কথা নিজের মতো করে লিখেছেন এবং সুর করেছেন প্রীতম হাসান।

প্রীতম হাসান জানান, ‘গানের ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করেছি, নতুন কিছু করার। গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু করতে পরিশ্রম করতে হয় অনেক। কিন্তু দর্শক-শ্রোতারা সব সময় আমাকে এত ইতিবাচকভাবে নিয়েছে, যার ফলে আমি কাজ করতে আরও উৎসাহী হয়ে উঠি। কোক স্টুডিও বাংলার জন্য আমি অর্ণব ভাইকে বলে রেখেছিলাম সংগীতায়োজনে সহযোগিতা করার কথা। তাঁরা আমাকে আরও নতুন ধরনের কিছু করার জন্য একটি প্ল্যাটফর্ম দিয়েছেন। আমি কৃতজ্ঞ কোক স্টুডিও বাংলার কাছে। “দেওরা” গান সবার মাঝে সংগীতের ম্যাজিক জাগিয়ে তুলছে—এটা আমার কাছে পরম পাওয়া।’

আরও পড়ুনঃ  শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন জেফার

ফজলু মাঝি ও প্রীতমের যৌথভাবে লেখা গান ‘দেওরা’। গানটিতে বৈচিত্র্য আনতে কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক ও গায়ক অর্ণবের পরামর্শে পালাগান যুক্ত করা হয়। পালা পরিবেশন করেন ইসলাম উদ্দিন পালাকার।

অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে ইসলাম উদ্দিন পালাকার এই গানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। ‘পালাগান’ ধারায় তিনি একজন অগ্রগণ্য শিল্পী। পালাগান বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যে, বিশেষত গ্রামাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অংশ।

এ দেশের লোকসংগীতের ধারাকে সংরক্ষণ ও একে বিশ্বের সামনে তুলে ধরার জন্য কয়েক দশক ধরে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় শিল্পী ইসলাম উদ্দিন পালাকার।
দেওরা গানের শিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কাছে জানতে চেয়েছিলাম কোক স্টুডিও বাংলার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে।

আরও পড়ুনঃ  আবারও ঝড় তুললেন নুসরাত ফারিয়া

তিনি বলেন, ‘ওই খান থেকে আমাকে ফোন দেন জিহান ভাই। তিনি ঢাকা যেতে বলেন। গিয়ে বুঝতে পারলাম এইটা কোক স্টুডিও বাংলার গান। ছোটকাল থেকেই আমি পালাগান চর্চা ও পারফর্ম করে আসছি। এই গানকে আমি ভালোবাসি। ধরতে গেলে এর জন্যই আমার জীবনকে উৎসর্গ করেছি। কোক স্টুডিওতে পালাগানের অংশ তুলে ধরার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। আশা করি, আমাদের নতুন প্রজন্ম পালাগান দেখেশুনে খুব পছন্দ করবে। তারা দেশের ঐতিহ্যকে জানবে। ভালোবাসবে।’
গানটিতে প্রীতম হাসান ও ইসলাম উদ্দিন পালাকারের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন ফজলু মাঝি ও তাঁর দল, আরমীন মুসা ও গানের দল ‘ঘাসফড়িং কয়ার’।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *