Home রাজশাহী নগরীর হড়গ্রাম আশ্রয়ন প্রকল্প ২নং ওয়ার্ডে নারী সমাবেশ অনুষ্ঠিত

নগরীর হড়গ্রাম আশ্রয়ন প্রকল্প ২নং ওয়ার্ডে নারী সমাবেশ অনুষ্ঠিত

নগরীর হড়গ্রাম আশ্রয়ন প্রকল্প ২নং ওয়ার্ডে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার অন্তর্গত হড়গ্রাম আশ্রয়ন প্রকল্প ২নং ওয়ার্ডে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন এর সঞ্চালনায় মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক শবনম শিরিন এর সভাপতিত্বে জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোসা: রহিমা রওনাক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তাগণ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, ৪র্থ শিল্প বিপ্লব, বাল্যবিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, নারী সমাবেশের শুরুতে নিরাপদ মাতৃত্ব, যৌতুক, মাদক, ডেঙ্গু এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here