• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

তানোরে কলেজছাত্রীকে দোকানে আটকে ধর্ষণ : আসামিরা পলাতক

প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৭:২৩

তানোরে কলেজছাত্রীকে দোকানে আটকে ধর্ষণ : আসামিরা পলাতক

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এক কলেজছাত্রীকে (১৮) দোকানে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকেলে জেলার তানোর উপজেলার চান্দুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে সোমবার রাতে তানোর থানায় ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

মামলার আসামিরা হলেন চান্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের ইকবাল হোসেন (২৮), তাঁর বাবা আনছার আলী (৬৫) এবং একই গ্রামের চা দোকানি আবদুল মালেক (৬০)। আসামিরা পলাতক আছেন।

আরও পড়ুনঃ  বাঙালি বজরঙি শামসুল হুদার মানবিক প্রচেষ্টা ভারতীয় নাগরিকের মরদেহ ফেরত পেল পরিবার

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ওই কলেজছাত্রী তাঁর শিক্ষকের বাসায় গাইড (বই) নিতে যাচ্ছিলেন। পথে পূর্বপরিচিত মুদিদোকানি ইকবাল ওই ছাত্রীকে ডাকেন। ওই ছাত্রী দোকানে গেলে ইকবালের সহযোগী চা দোকানি মালেক দোকানের শাটার নামিয়ে দেন।

আরও পড়ুনঃ  মাত্র ১৫ মাসের শিশু কুনজরে : পুঠিয়ায় অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

এ সময় দোকানের মধ্যে অবস্থান করা ওই ছাত্রীকে ধর্ষণ করেন মুদিদোকানি ইকবাল। ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় ওই ছাত্রীকে তাঁর দোকান থেকে বের করে দেন ইকবাল। পরে অভিযুক্তের বাবা আনছার আলী ওই ছাত্রীকে উল্টো দোষারোপ করে তাঁর পরিবারের কাছে রেখে আসেন।

আরও পড়ুনঃ  বাঘায় অপরাধ দমনের সিদ্ধান্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায়

এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মঙ্গলবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675