• ঢাকা, বাংলাদেশ
  • ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সাংবাদিকদের সম্মানে রাজশাহী মহানগর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ৭:৫১

সাংবাদিকদের সম্মানে রাজশাহী মহানগর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম করেই নির্বাচন দিতে হবে। সংস্কার না করে নির্বাচনে গেলে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য নির্বাচন হোক এটি আমরা চাই। তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার আমাদের করতেই হবে। জাতির স্বার্থে যেগুলো সংস্কার খুব জরুরি সেগুলো আগে করতে হবে।’

বুধবার (১৯ মার্চ) বিকালে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ড. কেরামত আলী বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি যদি আবার এসে যায় তাহলে কিন্তু এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। তাই আগামী দিনে কোন ফ্যাসিবাদী শক্তি যেন আমাদের মাথার উপরে আসতে না পারে। পরাজিত শক্তি যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা আর কোনদিন যেন বাংলাদেশের মাটিতে এনে ভিত্তিস্থাপন করতে না পারে, সেই জায়গাটি আমরা আর কোনদিন দেখতে চাই না। ’

আরও পড়ুনঃ  রাজশাহীতে আধুনিক তথ্য কমপ্লেক্সের বেসমেন্টের ঢালাই শুরু

তিনি বলেন, ‘আমরা আগামী দিনে দেশের এমন একটি পরিবর্তন চাই যেটি আল্লাহ তা’য়ালা তার কুদরতি শক্তি দিয়ে করেন। আগামী দিনের নির্বাচন যেন কলুষিত না হয়, টাকার কাছে নির্বাচন যেন জিম্মি না হয়। ব্যবসায়ীর টাকা কাছে নির্বাচন যেন এদিক-ওদিক চলে না যায়। মানুষ যেন তার ন্যায়-সঙ্গত, যুক্তিসঙ্গত, যাকে পছন্দ তাকে যেন ভোটটি দিতে পারে আমরা একটি নির্বাচন চাই। আগামী দিনের এমন একটি নির্বাচন করে আমরা জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাবো-ইনশায়াল্লাহ।’

আরও পড়ুনঃ  ধর্ষণ ও হত্যার হুমকির সুবিচার চেয়ে রাস্তায় মা-মেয়ে

কুরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে রমজানের ফজিলতের বর্ণনা করতে দিয়ে মহানগরী আমীর বলেন, ‘যে মাসে কুরআন নাযিল করা হয়েছে সেই মাসটিই হচ্ছে রমজান মাস। কুরআন নাযিল করা হয়েছে জন্যই রমজানের মর্যাদা এতো বেশি। এজন্য রমজানের যে শিক্ষা সেটি আমাদের নিতে হবে। রমজানের শিক্ষা বাকি ১১টি মাসে বাস্তবায়ন করে একটি পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।’

রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতের রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, দৈনিক সংগ্রামের স্পেশাল করেসপন্ডেন্স সরদার আব্দুর রহমান, বিশিষ্ট কথাসাহিত্যিক সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ, এডিটরর্স ফোরাম রাজশাহীর সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সেক্রেটারী আশরাফুল আলম ইমন প্রমুখ।

আরও পড়ুনঃ  বাগমারায় এক বছরেই মানবিক ইউএনও হয়ে উঠলেন মাহবুবুল ইসলাম

এসময় অন্যদের মধ্যে দৈনিক সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক রাজশাহীর সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য হাফেজ নুরুজ্জামান সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

সিগারেটের সর্বনিম্ন দাম ৯ টাকা করার দাবি
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
দেশের বাজারে আলুর দাম কম, বাড়ছে রপ্তানি
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675