Home রাজশাহী নগরীতে ভোক্তা অধিকার ও দেশের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

নগরীতে ভোক্তা অধিকার ও দেশের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

নগরীতে ভোক্তা অধিকার ও দেশের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহী কনজিউমার এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে ‘ভোক্তা অধিকার ও দেশের অর্থনৈতিক উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

এসময় রাজশাহী ক্যাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন এর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান।

রাজশাহী ক্যাবের সহ-সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহীর উপ-পরিচালক মো ইব্রাহিম হোসেন ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাসুদুর রহমান রিংকু।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি রোজিটি নাজনীন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও ক্যাব রাজশাহীর সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায়- ভোক্তা অধিকারের নীতি, চ্যালেঞ্জ ও বাস্তবায়নের নানা দিক নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সভায় ভোক্তাদের স্বার্থ রক্ষা, পণ্য ও সেবার মান নিশ্চিতকরণ এবং ন্যায্য মূল্যপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়ন এবং ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কর্মসূচি পরিচালনার মাধ্যমে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি, বাজার মনিটরিং, অভিযোগ গ্রহণ ও সমাধান সহ নীতিনির্ধারণে সহায়তা প্রদান করার বিষয়টি গুরুত্ব পায়। এছাড়াও অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়টি গুরুত্ব আরোপ করেন এবং উন্নয়ন নীতিমালা ও অধিকার বাস্তবায়নের প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here