• ঢাকা, বাংলাদেশ
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী চেম্বারের নিরপেক্ষ নির্বাচনের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ৯:১৫

রাজশাহী চেম্বারের নিরপেক্ষ নির্বাচনের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : ১৯ মার্চ বুধবার দুপুর ৩টায় রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্যোগে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অনির্বাচিত, অযোগ্য, স্বৈরাচারি বর্তমান পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে অন্তর্বতিকালিন কমিটি গঠন করে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবীতে রাজশাহীর জেলার অন্তর্গত ৯টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার সর্বস্তরের ব্যবসায়ীদের স্বাক্ষর যুক্ত স্মারকলিপিটি জেলা প্রশাসকের পক্ষে গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক। স্মারকলিপি জমা প্রদান কালে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী বলেন, চেম্বার অব কমার্স একটি জেলার ব্যবসা বাণিজ্য উন্নয়ন, শিল্প কলকারখানা স্থাপন, কর্মসংস্থান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, বিভিন্ন প্রকার রাজস্ব আদায়ে সরকারকে সহযোগীতা করা সহ সকল গুরুত্বপূর্ণ অথনৈতিক কর্মকান্ডে ব্যাপক ভুমিকা পালন করে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় রাজশাহী চেম্বার অব কমার্সে দীর্ঘ প্রায় ১০/১২ বছর থেকে নির্বাচন না হওয়ার কারণে একটি সিন্ডিকেটের কবলে বন্দি হয়ে গেছে। রাজশাহী জেলার সর্বস্তরের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ ভাবে এই সিন্ডিকেট ভেঙ্গে চেম্বারকে সাধারণ ব্যবসায়ীদের কাছে ফিরিয়ে দিবে ইনশাল্লাহ্। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি আলী আশরাফ খোকন, বেকারি মালিক সমিতির সহ-সভাপতি মমতাজ উদ্দিন, বেনেতি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সিটি কর্পোরেশন গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আতাহার আলী, ঘড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি মেঃ আখতার আলী, ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান পলাশ, সেকেন্ড হ্যান্ড বাইক ও কার বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক আমান মাহাতাব, পরিবেশক সমিতির নির্বাহী সদস্য চন্দন সরকার সহ বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675