Home রাজশাহী আরএমপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আরএমপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আরএমপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে ১৯ মার্চ তারিখে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আরএমপি পুলিশ লাইন্সসহ প্রতিটি থানা, ফাঁড়ি, ডিবি, ট্রাফিক ইউনিট এবং অন্যান্য শাখায় এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুলিশ লাইন্সে আয়োজিত প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এবং রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার ফারজানা ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা সম্পর্কে আলোচনা করেন এবং সকলকে এই শিক্ষাগুলো নিজেদের জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান।

দোয়া শেষে উপস্থিত পুলিশ সদস্যর জন্য ইফতারের আয়োজন করা হয়।ডিউটি ব্যতীত পুলিশ সদস্যগণ নিজ নিজ ইউনিটে দোয়া ও ইফতারে অংশগ্রহণ করেন। এছাড়া জরুরী সেবা, নিরাপত্তা ও ট্রাফিক ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য তাঁদের কর্মস্থলেই ইফতার পৌঁছে দেওয়া হয়। এ মহতী অনুষ্ঠানে আরএমপির সকল পুলিশ সদস্য ও সিভিল স্টাফসহ প্রায় ৩,০০০ জন অংশগ্রহণ করেন।

এমন আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ আরও দৃঢ় হয়েছে বলে সবাই মত প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here