খিলক্ষেতে শিশুটির ফরেনসিক পরীক্ষায় নির্যাতনের আলামত পাওয়া গেছে

খিলক্ষেতে শিশুটির ফরেনসিক পরীক্ষায় নির্যাতনের আলামত পাওয়া গেছে

অনলাইন ডেস্ক : রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের শিকার হয়েছে উল্লেখ করে ছয় বছরের মেয়ে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস (ওসিসি) সেন্টারে ভর্তি হয়েছিল, তাকে নির্যাতন করা হয়েছিল।

ওসিসির সমন্বয়ক চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, ফরেনসিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্যাতনের আলামত পাওয়া গেছে।
এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত কিশোরকে গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা

মঙ্গলবার রাতে খিলক্ষেত বাজার এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনির পর কিশোরকে প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে ছয় বছরের মেয়েশিশুটিকে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকেও প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুনঃ  বসতবাড়িতে অনৈতিক কাজ, আগুন দিলো জনতা

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, অভিযুক্ত কিশোরকে আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
পুলিশ বলছে, কিশোরের বয়স আনুমানিক ১৬ বছর। তবে পরিবারের দাবি, তার বয়স ১১ বছর। স্যানিটারি মালামাল বিক্রির একটি দোকানে সে কাজ করে।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদল

পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক করা হয়। তাকে থানায় নেওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা। তারা কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। এ ঘটনায় থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমানসহ ৫ পুলিশ আহত হন।-ইত্তেফাক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *