• ঢাকা, বাংলাদেশ
  • ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ডিবি পরিচয়ের ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১:৫১

ডিবি পরিচয়ের ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে স্থানীয় জনতা। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলা ঝিলিম ইউনিয়নের দালালপাড়া বাথান এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ভুয়া ডিবি সদর উপজেলার নিউ ইসলামপুর এলাকার মো. খাইরুল বাসারের ছেলে মো. মশিউর রহমান (৩৩)।

আরও পড়ুনঃ  রাজশাহী ট্রাক মালিক সমিতির সভাপতি কালামের শাস্তির দাবিতে মানববন্ধন

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দালালপাড়া বাথান এলাকায় গিয়ে ডিবি পুলিশ পরিচয় দেয় আটককৃত মশিউর রহমান। এসময় নাচোল উপজেলার জবিন-কবিন গ্রামের চিত্ত রায়ের ছেলে আদিত্য রায়ের কাছ থেকে ২৭ হাজার টাকা ছিনতাই করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মশিউর রহমানকে আটকে রাখা হয়। পরে একটি দোকানেট খুঁটির সঙ্গে বেঁধে রেখে গণপিটুনি দেয়া হয়।

আরও পড়ুনঃ  খিলক্ষেতে শিশুটির ফরেনসিক পরীক্ষায় নির্যাতনের আলামত পাওয়া গেছে

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা ছিনতাইয়ের সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে মশিউর রহমানকে। পরে পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675