• ঢাকা, বাংলাদেশ
  • ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ২:১৮

গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে সুমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  "সাংবাদিকদের দেখে নিবে সোহেল ভান্ডারী"

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইন্টারনেট ব্যবসায়ী সুমন গুলশানের পুলিশ প্লাজার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত তার বুকে পেটে এবং মাথায় গুলি করে ফেলে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  এই মুহূর্তে ইস্পাত দৃঢ় ঐক্য প্রয়োজন: মির্জা ফখরুল

মো. ফারুক আরও বলেন, ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায়। সে বর্তমানে মহাখালী টিবি গেট এলাকায় থাকতেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675