• ঢাকা, বাংলাদেশ
  • ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক মনোনয়নে অনিয়মের অভিযোগ

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ২:৪৪

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক মনোনয়নে অনিয়মের অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে পরিচালক মনোনয়নে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরে স্থানীয় সুশীল ও সচেতন নাগরিক সমাজের ২১ প্রতিনিধি উপস্থিত হয়ে এই অনিয়মের প্রতিবাদ করেন। বৃহস্পতিবার দুপুরে সুশীল ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সমিতির জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার সরকারের সাথে দেখা করেন। তারা অনিয়মের মধ্য দিয়ে মনোনীত করা পরিচালকদের নাম বাতিল ঘোষণাসহ সঠিক নিয়ম অনুসরণপূর্বক স্বচ্ছ ও নিরপেক্ষ মনোনয়ন নিশ্চিত করতে গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। অন্যথায় এ অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে সমন্বিত নাগরিক আন্দোলন গড়ে তোলাসহ ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে আদালতের শরণাপন্ন হবেন বলে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে গোরস্থানের জমি উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

সুশীল ও নাগরিক সমাজের অন্যতম প্রতিনিধি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উর্ধতন কর্মকর্তা জামান মাসুদ লিটু জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আবেদন জমা দিতে সমিতির দপ্তরে আসি। কিন্ত সমিতির জিএম (জেনারেল ম্যানেজার) তাকে জানান সার্ভার বন্ধ হয়ে গেছে। আর আবেদন নেওয়া সম্ভব নয়। বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, আমি এক প্রকার জোর করে আমার আবেদন জমা দেই। কিন্তু কোন নিয়মে আমাকে বাদ দেওয়া হলো তা আমি জানি না এবং জানতে চাইলেও জিএম সদুত্তর দিতে পারেনি।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নাটোর জেলা সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব-বড়াইগ্রাম উপজেলা সভাপতি সিনিয়র সাংবাদিক অমর ডি কস্তা জানান, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক পদে মনোনয়নপত্র বা আবেদন করার বিষয়ে কোন সার্কুলার প্রদান করা হয়নি। এগুলো ঘরোয়া বৈঠকে ঠিকঠাক করার বিষয় নয়। গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে ও গ্রাহক সেবা নিশ্চিতকরণ সহ সমিতির সুষ্ঠু ব্যবস্থাপনা উপযোগী করে তুলতে জনমতের ভিত্তিতে সমাজের গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ব্যক্তিদের মনোনীত করা উচিত।

আরও পড়ুনঃ  নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে সেনাসদস্য নিহত

নাম প্রকাশ্যে অনিচ্ছুক পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা জানান, পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক প্রভাষক আশরাফুল ইসলাম সমিতির জিএম এর যোগসাজশে নিজে আবেদন করেছেন এবং তার আবেদনকে সমর্থন জানানোর জন্য তিনি নিজের শ্যালক, বন্ধু ও কলেজের সহকর্মীদের দিয়ে আবেদন করিয়েছেন। এছাড়া তিনি বনপাড়া অঞ্চলের গ্রাহক হয়ে বড়াইগ্রাম অঞ্চলের পরিচালক হয়েছেন যা নিয়মনীতির বাইরে।

পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার সরকার এ বিষয়ে বলেন, সমিতির পরিচালক হিসেবে জালাল উদ্দিন গাজী, আশরাফুল ইসলাম, তাজ মোহম্মদ আশরাফুল ইসলাম, আজিজা আক্তার আমিন ও বানেরা খাতুন মনোনীত হয়েছেন। তবে কোন বিবেচনায় তারা মনোনীত হলেন এমন প্রশ্নের সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি।

আরও পড়ুনঃ  আলোচিত সেই সাবেক এসপিকে আদালতে হাজির : জেলহাজতে প্রেরণ

পল্লী বিদ্যুৎ সমিতির রাজশাহী জোনের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সুমন সাহার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিচালক মনোনয়নে যদি কোন অসঙ্গতি বা অনিয়ম খুঁজে পান তাহলে লিখিত জানান। আমরা তা গুরুত্বসহকারে তদন্ত করবো এবং কোন ধরণের অসঙ্গতি বা অনিয়ম ধরা পড়লে এই মনোনয়ন বা কমিটি বাতিল করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কোরবান আলী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক জালাল ভুঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর আলম, উপজেলা কৃষকদল নেতা লালচাঁদ প্রামাণিক, পৌর বিএনপি নেতা রবিউল ইসলাম, ছাত্রদল নেতা ফরহাদ, যুবদল নেতা ইফতেখার মন, সুমন সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675