Home রাজশাহী বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ ও পুরস্কার বিতরণ

বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ ও পুরস্কার বিতরণ

বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : অদ্য ২১ মার্চ ২০২৫ শুক্রবার সকাল ১০:৩০টায় রাজশাহীর বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে এসএস ওয়ার্ডের উপর ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কম্পিউটার প্রশিক্ষণে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প পরিষদ (বিসিএসআইআর) রাজশাহী গবেষণাগারের পরিচালক বিশিষ্ট বিজ্ঞানী মোঃ হাবিবুর রহমান ভূইয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: রাহাতুল ইসলাম মিজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (মতিহার) মো: মিজানুর রহমান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (অপরাধ দমন ও মানবাধিক বিষয়ক সাংবাদিক সংস্থা) রাজশাহী বিভাগের উপদেষ্টা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জলিল। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো: আব্দুল মান্নান এবং সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোম্মান ও সুশান্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “ডিজিটাল দক্ষতা এখন সময়ের চাহিদা। এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের তরুণদের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে।”

প্রধান আলোচক ও বিশেষ অতিথিরা বলেন, “এমন প্রশিক্ষণ কর্মসূচি তরুণ সমাজকে দক্ষ করে তুলবে এবং তথ্যপ্রযুক্তি খাতে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে ভবিষ্যতেও এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, যাতে আরও বেশি ছাত্র-ছাত্রীরা প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here