নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে সেনাসদস্য নিহত

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে সেনাসদস্য নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মাদারীপুরে গ্রামবাসীর মধ্যে দুদিন ধরে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত অর্ধশত

নিহত সেনাসদস্যের নাম আল মামুন (২৬)। তিনি নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত ওছিম উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাছিকাটা ১০ নম্বর সেতু এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী মামুন ঘটনাস্থলে নিহত হন।

আরও পড়ুনঃ  আদালতের এজলাসে পুলিশকে মারধর, বিএনপির ৬ নেতাকর্মী আটক

পুলিশ পরিদর্শক ইসমাইল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মামুনের মরদেহ উদ্ধার করেছে। তাঁর কাছে সেনাসদস্যের পরিচয়পত্র পাওয়া গেছে। তবে তিনি কোথায় কর্মরত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *