Home অপরাধ বাঘায় গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

বাঘায় গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

বাঘায় গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত যুবকের নাম তুষার হোসেন (২২)। তিনি উপজেলার হাবাসপুর গ্রামের বাসিন্দা। র‌্যাব-৫ সদস্যরা গতকাল বৃহস্পতিবার রাতে পুঠিয়া উপজেলার বেলপুকুর থেকে তাঁকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন ১৪ মার্চ গৃহবধূর স্বামী কাজের সুবাদে শরীয়তপুরে ছিলেন। শাশুড়ি ছাগল নিয়ে মাঠে গিয়েছিলেন। তখন বাড়িতে একা ছিলেন ওই নারী। এই সুযোগে বাড়িতে প্রবেশ করে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন তুষার। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ১৬ মার্চ মামলা করেন।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, গ্রেপ্তার তুষারকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here