• ঢাকা, বাংলাদেশ
  • ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কাটাখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলা, হত্যার হুমকি

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১১:৩১

কাটাখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলা, হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কাটাখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা রফিকুল ইসলাম ভুট্টুর বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের দোসর এবং কুখ্যাত মেয়র আব্বাস আলীর সহযোগী বালুদস্যু শাহিনুর রহমান শিহাব ও তার সহযোগীরা।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যার পর এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিহাবের নেতৃত্বে ফাহিম, বাবু, ছাত্রলীগ নেতা অনিক, যুবলীগ নেতা শিমুলসহ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ভুট্টুর বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির দরজায় লাথি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ ও পুরস্কার বিতরণ

এ সময় শিহাব ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। তারা ভুট্টু এবং তার পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  মাত্র ১৫ মাসের শিশু কুনজরে : পুঠিয়ায় অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

বিএনপি নেতা রফিকুল ইসলাম ভুট্টু জানান, “আমার পরিবার আতঙ্কিত।আমি এশার নামাজ আদায়ের জন্য মসজিদে যায়।এ সময় আমার বাড়িতে তারা হামলা করে,ভাঙচুর করে।এবং এখন পর্যন্ত বাড়ির আশেপাশে তারা মহড়া চালাচ্ছে। প্রশাসনের কাছে আমি দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।”

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, অভিযুক্তদের বক্তব্য জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675