নগরীতে শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত

নগরীতে শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত

স্টাফ রিপোর্টার : নগরীতে শ্যালকের হাঁসুয়ার কোপে রুহুল আমিন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিনের বাবার নাম নজরুল ইসলাম।

আরও পড়ুনঃ  রুয়েটে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি মাপজোখের সময় রুহুল আমিন ও তাঁর শ্যালক মো. মিন্টুর মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে হাঁসুয়া দিয়ে দুলাভাই রুহুল আমিনকে আঘাত করেন মিন্টু।

আরও পড়ুনঃ  জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক এবং পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা

তাতে গুরুতর আহত অবস্থায় রুহুল আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নাটোর আদালতের মালখানায় চুরির ঘটনায় আকাশ-বাতাসসহ গ্রেপ্তার ৮

এ বিষয়ে জানতে চাইলে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারি বলেন, ‘আমি একটা মিটিংয়ে ছিলাম। এখনই ঘটনা শুনলাম। শুনেই আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাব।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *